প্রতারণার কাজ চলত তিনটি শিফটে! অবশেষে পুলিশের পর্দাফাঁস ভুয়ো কল সেন্টারের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতায় হদিশ মিলছে একের পর এক ভুয়ো কল সেন্টারের। সেই সকল চক্রগুলিকে এমনকি গ্রেফতার করা হচ্ছে । কিন্তু কিছুতেই কমানো সম্ভব হচ্ছে না কল সেন্টারের মাধ্যমে প্রতারণার সংখ্যা । এই প্রতারণার জাল যেন ছড়িয়ে রয়েছে শহর কলকাতার অলিতে গলিতে । আবারও পুলিশ পর্দা ফাঁস করল সল্টলেকের একটি বিল্ডিংয়ে তিন শিফটে চলা ভুয়ো কলসেন্টারের । দিনে তিনটি সময়ে তিন রকম ভাবে সাধারন মানুষকে প্রতারণার শিকার বানানো হতো। আর তারপর তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া হতো । তবে অবশেষে সামনে এল প্রতারণা চক্রের কারসাজি। গ্রেফতার করা হল এমনকি ১৩ জনকে।

পুলিশ সূত্রে জানা গেছে সল্টলেকের সেক্টর ফাইভ এর ডিএন ৩০ নম্বর বিল্ডিংয়ে দীর্ঘদিন ধরে এই কল সেন্টারটি করে যাচ্ছে বিদেশি এবং দেশি নাগরিকদেরকে প্রতারিত করার কাজ । কিন্তু তাদের বিরুদ্ধে কোন তথ্য প্রমাণ ছিল না। যার কারণে আগেও পুলিশ এখানে হানা দিয়েছে তবে কোন কাজ হয়নি। তবে এবার গোপন সূত্রে খবর পাওয়ার পর বিধান নগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানা এবং সাইবার ক্রাইম থানার পুলিশ ওই বিল্ডিংয়ের চার এবং পাঁচ তলায় যৌথভাবে হানা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *