প্রবল বৃষ্টিতে বাতিল হল হাওড়া-ভাগলপুর, পূর্বা সহ একাধিক দূরপাল্লার ট্রেন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শহর কলকাতা ইতিমধ্যেই ভাসছে প্রবল বৃষ্টির জেরে৷ এবার রেল পরিষেবাও ব্যহত হল বাস,ট্যাক্সি পরিষেবার পাশাপাশি৷ এমনিতেই লোকাল ট্রেন বন্ধ রয়েছে করোনা বিধিনিষেধের কারণে৷ এবার একাধিক দূরপাল্লার ট্রেনও বাতিল করা হল প্রবল বৃষ্টির জন্য ৷তবে শুধু মাত্র ট্রেন বাতিলই নয়৷ বহু একাধিক ট্রেন দেরি করে ছাড়ছে নির্ধারিত সময়ের থেকেই৷ বাতিল করা হয়েছে এমনকি হাওড়া-ভাগলপুল এক্সপ্রেস, হুল এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, লালকুঁয়া এক্সপ্রেসের মতো একাধিক ট্রেন ৷

পাশাপাশি রেলের তরফে জানানো হয়েছে দুন এক্সপ্রেসের মতো একাধিক দূরপাল্লার ট্রেন অত্যাধিক দেরিতে চলছে বলে ও৷ রেল সূত্রে আরও খবর, টিকিয়াপাড়া কারশেডে প্রচুর জল জমে যায় গতকাল রাত থেকে চলা প্রবল বৃষ্টির কারণে৷ পরিষেবা ব্যহত হচ্ছে সেই কারণেই৷ যদিও জানানো হয়েছে দ্রুত জল নিষ্কাশনের চেষ্টা চলছে বলে৷ শুধু জল জমে থাকাই নয়, খবর মিলেছে প্রবল বৃষ্টিতে রেল লাইনের রক্ষাণাবেক্ষণের কাজ ব্যহত হয়েছে বলেও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *