ফল-‌সবজির মূল্য আকাশছোঁয়া ব্যাপক বৃষ্টির জেরে , বাঙালির কাটছাঁট লক্ষ্মীপুজোর ফর্দেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কোজাগরী লক্ষ্মী পুজো। মনখারাপ করা আপামর বাঙালি আরও এক উত্‍সব দোরগোড়ায় মা দুর্গার কৈলাসে ফেরার পর। পূর্ণিমা তিথি শুরু হয়ে যাবে আজ বিকেলের পরেই। যার ফলে পুজো হবে আজ ও আগামিকাল দু’‌দিনই। কিন্তু আপামর বাঙালির রীতিমতো কালঘাম ছুটছে পুজোর জোগাড় করতে গিয়েই। আবহাওয়া খারাপ, আর তার জেরেই আগুন ফল, শাক-‌সবজির বাজারে। আপেল বা নাসপাতি ১০০-‌১২০ টাকা প্রতি কেজি। কলা ৪০ থেকে ৫০ টাকা প্রতি ডজন। শাঁকালু প্রতি কেজি ১০০ টাকা। আতা ১৫০ টাকা এবং শসা কেজি প্রতি ৫০ টাকা। বেগুন কেজি প্রতি বিকোচ্ছে ৮০ টাকায়। ঢেঁড়শ ৬০ টাকা কেজি।‌ পটল ৮০ টাকা এবং মাঝারি ধরনের ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকা প্রতি পিস। আর এসবের দাম আকাশছোঁয়া হওয়ার কারণে প্রায় সকলে ইতিমধ্যেই কাটছাঁট শুরু করছেন বাজারের ফর্দ থেকেও।

এদিকে বৃষ্টির জেরে প্রতিমা শিল্পী থেকে শুরু করে প্রতিমা বিক্রেতারাও রয়েছে বেশ চিন্তায়। করোনা কাঁটায় বিঁধে যাওয়ার পর ফের যখন কিছুটা আশার মুখ দেখছেন তখনই এসে হাজির বৃষ্টি। এই বছর প্রতিমার দামও বেড়েছে। তবে তাদের আশঙ্কা দুর্যোগের জেরে বিক্রিবাট্টায় বেশ কিছুটা ভাটা হবে বলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *