বাংলায় এখনই কোনও নাইট কার্ফু নয়, এমনটাই জানাল রাজ্যের মুখ্যসচিব
বেস্ট কলকাতা নিউজ : ক্রমশ ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের নতুন সংক্রমণ৷ আর তাই কেন্দ্র ফের পরামর্শ দিয়েছে নাইট কার্ফু জারি করার জন্য৷ কিন্তু বুধাবার রাজ্যের মুখ্যসচিব জানিয়ে দিলেন, এখনই কোনও রকম নাইট কার্ফুর পথে হাঁটছে না এই রাজ্য৷ এদিকে রাজ্য সরকার করোনা আবহে বিশেষ সতর্কতা অবলম্বন করছে এবারের বর্ষবরণ উদযাপনে৷ আর এই নিয়ে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আধিকারিকদের সঙ্গে বৈঠকেও বসেন নবান্নে৷এমনকি খবর মিলেছে ওই বৈঠকে হাইকোর্ট এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশাবলী নিয়ে আলোচনা হয়েছে বলেও ৷
বৈঠকে শেষে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন সংবাদমাধ্যমকে জানান , কেন্দ্র নাইট কার্ফুর কথা বললেও এখনই সেই পথে হাঁটছে না রাজ্য সরকার৷ এমন পরিস্থিতি আমাদের রাজ্যে হয়নি যে ,যাতে নাইট কার্ফু জারি করতে হবে। যে সমস্ত স্থানে ভিড় বেশি হয়, সেখানে সহায়ক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে ট্রাফিক বুথ গুলিকে৷কিন্তু এদিকে উদ্বেগ ক্রমশ বাড়ছে! এরই মধ্যে করোনার নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে। যা আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। শুধু ব্রিটেনেই নয়, অন্তত ১৪ জনের দেহে করোনার নয়া স্ট্রেনের অস্তিত্ব পাওয়া গিয়েছে ভারতেও। যা উদ্বেগ ক্রমশ বাড়াচ্ছে এমনকি সরকারেরও।