বাজার দরে আসতে চলেছে বিরাট পরিবর্তন ! জেনে নিন কত দাম কোন সবজির

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মাঝে আর এই একটা দিন, আর তারপরই বদলে যেতে পারে বাজার দর । কেন্দ্রের বাজেট পেশ হবে ২০২৩ এর ১ ফেব্রুয়ারি। সেই দিকেই তাকিয়ে রয়েছে এমনকি গোটা দেশ । কারণ প্রতিবছর বাজেটের উপর নির্ভর করে, কোন পণ্যের দাম বাড়বে আর কোন পণ্যের দাম কমবে। সাধারণত সবজির দামেরউপর ব্যাপক প্রভাব পড়তে পারে জ্বালানি খরচ বাড়লে। এখন মোটামুটি মধ্যবিত্তের নাগালের মধ্যে রয়েছে সবজির দর। যদিও যারা দিন আনেন দিন খান তাদের ক্ষেত্রে একটু অসুবিধার। অপরদিকে কৃষকদের তাদের উদপাদিত সবজি বিক্রি করতে হচ্ছে একেবারে জলের দরে । সেভাবে মোটা মুনাফার মুখ দেখতে পাচ্ছেন না। বেশিরভাগ সবজির দর মোটামুটি ঘোরাঘুরি করছে ৩০ থেকে ৪০ টাকা কেজি প্রতির মধ্যেই। কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকাগুলোতে খুচরো বাজারে সবজির দরের সাথে চাষি এলাকার সবজির দামেরও বিস্তর ফারাক। কলকাতা এবং কলকাতার এলাকা গুলিতে খুচরো বাজারে কোন সবজির কেমন দাম যাচ্ছে, একনজরে দেখে নিন।

বাজারদর (খুচরো বাজার অনুযায়ী)

কুমড়ো – ২৫ থেকে ৩০ টাকা
কাঁচা লঙ্কা – ৬০ থেকে ৭০ টাকা
বাঁধাকপি- ৫ থেকে ১০ টাকা পিস
শশা – ৪৫ থেকে ৫০ টাকা
গাজর- ৩৫ থেকে ৪০ টাকা
বিন কড়াই- ২৫ থেকে ৩০ টাকা
টমেটো- ১৫ থেকে ২০ টাকা
ধনেপাতা – ৩৫ থেকে ৪০ টাকা (বান্ডিল ২ থেকে ৪ টাকা)
করোলা – ৪৫ থেকে ৫০ টাকা
মুলো- ৩ থেকে ৫ টাকা পিস
পিয়াঁজকলি – ২৫ থেকে ৩০ টাকা
সজনে ডাঁটা- ১১০ থেকে ১২০ টাকা
বেগুন- ২৫ থেকে ৩০ টাকা
ফুলকপি – ১০ থেকে ১৫ টাকা পিস
বিট – ২৫ থেকে ৩০ টাকা
সিম – ১৫ থেকে ২০ টাকা
মটরশুঁটি- ২৫ থেকে ৩০ টাকা
নতুন আলু- ১০ থেকে ১২ টাকা
পুরনো আলু- ১০ থেকে ১২ টাকা
চন্দ্রমুখি আলু – ১৩ থেকে ১৫ টাকা
পিঁয়াজ – ২৫ থেকে ৩০ টাকা
আদা- ৮৫ থেকে ৯৫ টাকা
রসুন – ৯০ থেকে ১০০ টাকা
ক্যাপসিকাম – ৩৫ থেকে ৪০ টাকা
কচু – ৫৫ থেকে ৬০ টাকা
কাঁচকলা – ৪ থেকে ৫ টাকা পিস
ওলকপি – ৩ থেকে ৫ টাকা পিস
( দাম প্রতি কেজি অনুসারে )
*** অঞ্চলভেদে দামের পার্থক্য রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *