বিকল সার্ভার , সমগ্র বিশ্ব জুড়ে বিপর্যস্ত হয়ে পড়ে রয়েছে এয়ার ইন্ডিয়ার পরিষেবা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পাঁচ ঘণ্টা ধরে টানা এক নাগারে বিপর্যস্ত হয়ে পড়ে রইল এয়ার ইন্ডিয়ার পরিষেবা। সার্ভার ঠিক হলেও এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি বিমান পরিষেবা। যাত্রীরা আটকে আছেন দেশের বিভিন্ন এয়ারপোর্টে । মুম্বই, দিল্লি সহ বিভিন্ন জায়গার এয়ারপোর্টে আটকে রয়েছেন বিমান যাত্রীরা , এমন ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত গোটা বিশ্বেই ব্যাহত ছিল এয়ার ইন্ডিয়ার পরিষেবা । এই বিমান সংস্থার প্রধান সার্ভারটিই বিকল হয়ে পড়ায় জন্যই এই সমস্যার সৃষ্টি হয়। এই সার্ভার বন্ধ হয়ে যাওয়ার ফলে বিভিন্ন বিমানবন্দরে কয়েক হাজার যাত্রীকে নাকাল হতে হয় ।

টুইটারে গায়ত্রী রঘুরাম নামের এক যাত্রী লেখেন, “গোটা দেশেই সিটা (SITA) সফটওয়্যারটি বন্ধ হয়ে যাওয়ার কারণে কেবল মুম্বাই বিমানবন্দরেই অন্তত ২ হাজার যাত্রী”আটকা পড়ে গেলেন । তিনি মুম্বাই বিমানবন্দরের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে, দীর্ঘক্ষণ ধরে যাত্রীরা চেক-ইন’এর অপেক্ষা করে চলেছেন।এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বানি লোহানি বলেন, ”এটি একটি যান্ত্রিক ত্রুটি। খুব শীঘ্রই ব্যাপারটি ঠিক হবে বলে আশা প্রকাশ করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *