বিদেশ মন্ত্রক চরম উদ্বিগ্ন কাবুলে ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীর অপহরণের ঘটনায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :ভারত সরকার সর্বদা নজর রাখছে কাবুলে ভারতীয় নাগরিককে অপহরণের ঘটনায় আগামী দিনে জল কোথায়, কত দূর গড়ায়, সে বিষয়ে৷ বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এও জানিয়েছেন, তাঁরা অত্যন্ত উদ্বিগ্ন এই ঘটনার জেরে৷

এদিন অরিন্দম সাংবাদিকদের মুখোমুখি হন৷ তিনি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে বলেন, ‘‘ একজন ভারতীয় বংশোদ্ভূত নাগরিক কাবুল থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন বলে আমরা শুনেছি৷ সংবাদমাধ্যমে আমরা দেখেছি এই সংক্রান্ত খবরও৷ ওই ব্যক্তির নাম বাঁশরীলাল৷ আমরা লাগাতার নজর রাখছি পুরো ঘটনার উপর৷ আমরা এও জানতে পেরেছি স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে বলেও৷ আগামী দিনেও আমরা এই বিষয়টির দিকে নজর রাখব এবং আপনাদের জানাব কোনও খবর হাতে এলেই৷

’’প্রসঙ্গত, ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যক্তিকে অপহরণের খবর প্রকাশ্যে আসে দিন কয়েক আগেই৷ ৫০ বছরের ওই ব্যক্তির পুরো নাম বাঁশরীলাল আরেন্ধি৷ তিনি পেশায় একজন ব্যবসায়ী৷অভিযোগ উঠেছে গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল আটটা নাগাদ তাঁকে অপহরণ করা হয় বলেও৷ সূত্রের দাবি, বন্দুক দেখিয়ে অপহরণকারীরা তাঁকে তুলে নিয়ে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *