‘বেআইনি নির্মাণ’ খবর শুনেই ছুটলেন পুরপ্রধান, ‘দিলেন ৩ দিনের মধ্যে কাগজ দেখনোর নির্দেশ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বর্ধমান: বাড়ি তৈরি হচ্ছে এলাকায়। এদিকে নির্দিষ্ট কাগজপত্র নেই বলে অভিযোগ যায় পুরপ্রধানের কাছে। আর অভিযোগ পাওয়া মাত্রই অভিযান পুরপ্রধানের। স্পষ্ট জানিয়ে দিলেন, তিনদিনের মধ্যে কাগজপত্র দেখাতে হবে। কাগজপত্র না দেখাতে পারলে বাড়ি ভাঙার আইনি প্রক্রিয়া শুরু হবে। বর্ধমান পুর এলাকার ঘটনা।বর্ধমান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সদরঘাট এলাকার পুরাতন বাজার। সেখানেই একটি সরু গলির মধ্যে দোতলা বাড়ি হচ্ছে। কিন্তু পুরসভার চেয়ারম্যান পরেশ সরকারের কাছে খবর যায়, এ বাড়ির কাগজপত্র নিয়ে গোলমাল আছে। এরপরই পুলিশ নিয়ে রবিবার ঘটনাস্থলে পৌঁছন তিনি।

পরেশ সরকারের কথায়, “জায়গাটি সরকারি বলে অভিযোগ পেয়েছি। এদিন ঢালাইয়ের কাজ চলছিল। তবে বাড়ির মালিক নেই এখানে। নোটিস দিয়ে কাগজপত্র দেখাতে বলা হচ্ছে। যদি না দেখাতে পারেন তবে বাড়ি ভাঙার কাজ শুরু হবে।”এই বাড়ির কাছেই কাউন্সিলর নাড়ু ভকতের বাড়ি। যদিও অন্য ওয়ার্ডের কাউন্সিলর তিনি। নাড়ুর ভাইপো পাপ্পু ভকতই অভিযোগ করেন। তাঁর বক্তব্য, “ওরা আমার কাছে এসেছিল। আমি পুরসভার অনুমোদন নিতে বলেছিলাম। ওরা অনুমোদন ছাড়াই কাজ করছে সরকারি জায়গায়।”যদিও বাড়ির মালিকের মায়ের বক্তব্য, দীর্ঘদিন ধরে এখানে বসবাস তাঁদের। সারা জীবনের সঞ্চয় ভেঙে বাড়ি করছেন। কেন এমন অভিযোগ করা হচ্ছে বুঝতে পারছেন না। তবে পুর চেয়ারম্যানের বক্তব্য, শহরে বেআইনি নির্মাণের একটা চক্র চলছে। তাই নজরদারি চলবেই। কেউ নিরপরাধ হলে তিনি তা প্রমাণেরও সুযোগও পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *