বড় আপডেট এলো হোয়াটসঅ্যাপ – এ, দারুণ লাভবান হবেন ব্যবহারকারীরা!

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : একটি নতুন ফিচার চালু করল হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ। এই বিশেষ ফিচারে ব্যবহারকারীরা ইচ্ছা করলেই কোনও চ্যাটকে মিউট করে দিতে পারবেন সবসময়ের জন্য। এই ফিচার দেওয়া হয়েছে চ্যাট সেটিংসে।হোয়াটসঅ্যাপ এটিকে পরীক্ষা পর্যায়ে রাখছিল নিজদের বিটা ভার্সনে। তবে এবার এটিকে প্রকাশ করা হল মেইন ভার্সনের জন্য। হোয়াটসঅ্যাপ এই ফিচারের কথা জানিয়েছে নিজেদের টুইটারেই। আজীবনের জন্য কোনও একটি চ্যাট বা গ্রুপকে সরাসরি মিউট করে দেওয়া যায় এই ফিচারে।

মিউট চ্যাট সেটিংসে আপনি এখন দেখতে পাবেন ‘৮ ঘন্টা’, ‘১ সপ্তাহ’ এবং ‘সবসময়’ বিকল্প। আগে ‘১ বছর’ ছিল এই সবসময়’ এর জায়গায়। সেটিকে বদলে আনা হয়েছে ‘সবসময়’ । আইওএস, অ্যান্ড্রয়েড ডিভাইস এবং হোয়াটসঅ্যাপ ওয়েবে উপলব্ধ করা হয়েছে এই নতুন ফিচারটি। চ্যাটটিকে সবসময়ের জন্য মিউট করতে, আপনাকে উপরের ডান থেকে মেনু বিকল্পটিতে ট্যাপ করতে হবে এবং মিউট পছন্দ করতে হবে। এরপর আসা ‘৮ ঘন্টা’, ‘১ সপ্তাহ’ এবং ‘সবসময়’ বিকল্প দেখতে পাবেন। সেখান থেকে আপনাকে পছন্দ করতে হবে ‘সবসময়’ বিকল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *