জোট ভাঙছে না কংগ্রেস-এনসিপির সঙ্গে, এখনও বেশ আশাবাদী উদ্ধবের শিবসেনা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : খোদ এনসিপি প্রধান তথা জোটের আহ্বায়ক শরদ পাওয়ার সন্দেহ প্রকাশ করেছেন আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মহাবিকাশ আঘাড়ি (এমভিএ) জোটের শরিকরা যৌথভাবে লড়াই করবে কি না, তা নিয়ে। তার কয়েকদিন পরে, মহারাষ্ট্র কংগ্রেস এও জানিয়েছে যে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত সমমনস্ক দলগুলোকে সঙ্গে নিয়ে। অবশেষে এবার মুখ খুলল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনাও। তারা বলেছে যে, তারা একপ্রকার নিশ্চিত যে আসন্ন লোকসভা নির্বাচনে এমভিএ প্রতিদ্বন্দ্বিতা করবে ঐক্যবদ্ধভাবেই ।

এদিকে শরদ পাওয়ার বলেছিলেন যে যেহেতু এমভিএর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এখনও হয়নি, তাই বলা কঠিন যে তিনটি দলই একত্রে প্রতিদ্বন্দ্বিতা করবে কি না ২০২৪ সালের লোকসভা নির্বাচনে । পরে অবশ্য তিনি স্পষ্ট করে জানান যে ভুল ব্যাখ্যা করা হয়েছে তাঁর মন্তব্যের। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের প্রধান নানা পাটোলে বুধবার এক টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ‘যদি মহাবিকাশ আঘাড়ি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অবস্থায় না-থাকে, তাহলে আমাদের পরিকল্পনা তৈরি।’ এই ব্যাপারে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অতুল লন্ডে জানিয়েছেন, কংগ্রেস আশা করছে যে এমভিএ ঐক্যবদ্ধ থাকবে। আর, ২০২৪ সালের নির্বাচনে একসঙ্গে লড়াই করবে। এই পরিস্থিতিতে কংগ্রেসকে প্রস্তুত থাকতে হবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। লন্ডে এও বলেন, ‘আমাদের প্রদেশ কংগ্রেস প্রধান স্পষ্ট করেছেন যে আমরা এমভিএ হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব ঐক্যবদ্ধভাবে । তবে যদি এমনটা না-হয়, তবে আমরা পরিকল্পনা নিয়ে চলব। আমরা সমস্ত সমমনা দলগুলোকে একত্রিত করব বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য।’

এদিকে শিবসেনা বালাসাহেব ঠাকরের মুখপাত্র সঞ্জয় রাউত এও বলেছেন, তাঁরা আলাদা কোনও পরিকল্পনা করছেন না। কারণ, তাঁরা নিশ্চিত যে এমভিএ ভেঙে যাবে না। এই প্রসঙ্গে রাউত বলেন, ‘এনসিপি প্রধান যাই বলুন না-কেন, তার ভুল ব্যাখ্যা করা হয়েছে। আসলে তিনি নিজেই স্পষ্ট করে দিয়েছেন যে তাঁকে ভুল বোঝানো হয়েছিল। সুতরাং, কোনও ফাটল বা বিভাজনের প্রশ্নই নেই এমভিএতে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *