মেধাবী ছাত্র আত্মঘাতী ডাক্তারিতে ভর্তির আগেই! সন্দেহের তীর মোবাইল গেমের আসক্তির দিকেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আত্মহত্যা ডাক্তারি পড়ার সুযোগ পাওয়া মেধাবী ছাত্রের? মোবাইল গেমের প্রতি আসক্তিই কি কাড়ল প্রাণ? তদন্তে নামলো পুলিস। বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামের সায়ন কর্মকার। পরিবার সূত্রে জানা গেছে, সে ছোট থেকেই পরিচিত ছিল অত্যন্ত মেধাবী ছাত্র হিসাবে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর চলতি বছর সায়ন সর্বভারতীয় নিট পরীক্ষায় ভালো ফল করেছিল। ডাক্তারি পরীক্ষায় র‍্যাঙ্ক হয়েছিল ৩৬৫১১। রাজ্যের মুর্শিদাবাদ, মালদা ও কোচবিহার, ডাক্তারি পড়ার সুযোগ মিলেছিল এই তিনটি মেডিক্যাল কলেজে। কিন্তু সব শেষ মেডিক্যাল কলেজের মুখ দেখার আগেই।

মঙ্গলবার সকালে অনেক বেলা পর্যন্ত সায়নের ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন প্রতিবেশীদের বাড়িতে ডেকে আনেন। প্রতিবেশীরাই দরজা ভেঙে দেখেন, সায়নের নিথর দেহ ঝুলছে ফ্যানের পাশের একটি হুক থেকে ওড়না জাতীয় কিছুর মাধ্যমে। মৃতের বাবা ছোট থেকেই মোবাইল গেমে আসক্তি ছিল বলেও জানান।পরিবারের লোকজন দু-একবার হাতে কাটা দাগও দেখেছিলেন। সন্দেহ ক্রমশই তীব্র হচ্ছিল। সেই মোবাইলের কোনও মারণ গেমই কি কেড়ে নিল তরতাজা ছেলেটির প্রাণ? সেই সন্দেহই ক্রমশ ঘনীভূত হচ্ছে বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামের অত্যন্ত মেধাবী ছাত্র সায়ন কর্মকারের আত্মহত্যার পর।এরপর সোনামুখী থানায় খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। এদিকে পরিবারের দাবি, সায়ন আসক্ত হয়ে থাকতে পারে মারণ কোনও মোবাইল গেমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *