রমরম করে ভুয়ো কল সেন্টার চলছিল পার্ক সার্কাসে , পুলিশ গ্রেফতার করল ১১ জনকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রতারণা চক্র চলছিল একরকম ভুয়ো কল সেন্টার খুলে। এমনকি পুলিশও সেই চক্রকে ধরল একেবারে হাতেনাতে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখা সোমবার রাতে পার্ক সার্কাস এলাকা থেকে ১১ জনকে গ্রেফতার করে বিশেষ অভিযান চালিয়ে। পুলিশ সূত্রে খবর, কয়েক দিন ধরেই খবর আসছিল অভিযুক্তরা লোক ঠকানোর ব্যবসা ফেঁদে বসেছে ভুয়ো কলসেন্টারের আড়ালে। মূলত ফাঁদ পাতা হত কলসেন্টার থেকে ভয়েস কলে ফোন করেই।

তদন্তকারীদের আরও অনুমান, গ্রাহকদের কাছে ভাইরাস এবং ম্যালওয়্যারে ভরা সফটওয়্যার পাঠানোর চেষ্টা করা হত কম্পিউটারের প্রযুক্তিগত সহায়তা করার নাম করে। আর ওই গ্রাহকেরা বিপাকে পড়তেন সেই সফটওয়্যার ব্যবহার করেই। মোটা অঙ্কের টাকা দিতে বাধ্য করা হত তার পরেই। পুলিশ মোবাইল ও ল্যান্ড ফোন, সিম কার্ড এবং একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে ওই অফিসে অভিযান চালিয়ে। পুলিশ সূত্রে খবর, গত বছর ব্রিটেনের কয়েক হাজার নাগরিককে একটি চক্র প্রতারণা করেছিল একই কায়দায় কলসেন্টার খুলে। একটি তথ্যপ্রযুক্তি সংস্থার অভিযোগ পেয়ে লালবাজারের গোয়েন্দারা গ্রেফতারও করেছিল ওই চক্রের সঙ্গে যুক্ত সাত জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *