রেলযাত্রী, সাধারন ব্যবসায়ী থেকে হকারেরা খুশি অবশেষে লোকাল ট্রেনের পথচলা শুরু হওয়ায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে দীর্ঘ ছয় মাস পর কেন্দ্র এবং রাজ্যের সমঝোতায় লোকাল ট্রেন ফের চালু হলো গতকাল রবিবার সকাল থেকে। এমনকি রাজ্য সরকার গ্রিন সিগন্যাল দিল লোকাল ট্রেন চালানোর জন্য । রেলযাত্রী থেকে সাধারন ব্যবসায়ী থেকে হকারেরা খুশি লোকাল ট্রেনের ফের পথচলা শুরু হওয়ায়।চলতি বছরের গত ৫ ই মে থেকে রাজ্য সরকারের নির্দেশে লোকাল ট্রেন বন্ধ থাকে রাজ্যে কোভিড পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার জন্য।

সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সহ রেলের অসংখ্য হকারেরা চরম সমস্যায় পড়েছিলো দীর্ঘ প্রায় ৬ মাস লোকাল ট্রেন বন্ধ হওয়ায়। একপ্রকার কর্মহীন হয়ে পড়েছিলো অনেক মানুষই,বিশেষকরে যারা রেলে হকারী করে তারা কোনরকম জীবনযাপন করতেন।আজ থেকে লোকাল ট্রেন শুরু হওয়ায় খুশি সাধারন মানুষ। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট স্টেশনে স্টেশন চত্বর সেই পুরানো ছন্দ ফিরে পেলো সকাল থেকে।রেল যাত্রীদের সংখ্যা ক্রমশই বাড়ছে বেলা বাড়তেই ।তবে যাত্রীদের দাবী বাড়ানো হোক ট্রেনের সংখ্যা ।আর সাধারন মানুষ ট্রেনে চলাফেরা করুক কোভিড নিয়ম নীতি মেনেই। সকাল থেকে কোলাঘাট স্টেশন থেকে যাত্রীরা কর্মস্থলে রওনা দিলো কোলকাতা সহ খড়গপুর-এর বিভিন্ন স্থানে। রবিবার সকাল থেকে আবার লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি নিত্যযাত্রী থেকে হকাররা সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *