সুপ্রিম কোর্ট অবিলম্বে ‘এক দেশ, এক রেশন কার্ড’ চালুর নির্দেশ দিল বাংলায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সুপ্রিম কোর্ট ‘এক দেশ, এক রেশন কার্ড’ চালু করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গে৷ সুপ্রিম কোর্টে মামলা চলছিল বাংলায় এক দেশ এক রেশন কার্ড নিয়ে৷ অবশেষে সুপ্রিম কোর্ট রায় দিল সেই মামলা নিয়েই৷আগেই এক দেশ এক রেশন কার্ড নিয়ম চালু হয়েছে অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাট, হরিয়ানা, কর্নাটক, কেরল, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাডু, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ একাধিক রাজ্যে৷ কিন্তু এই ব্যবস্থা চালু করা হয়নি পশ্চিমবঙ্গে৷ রাজ্য সরকারের এক্ষেত্রে যুক্তি ছিল, এতে বাড়তি চাপ বাড়বে রাজ্যের উপরই৷এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টে মামলা চলছিল, যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, অবিলম্বে এক দেশ এক রেশন কার্ড চালু করতে হবে পশ্চিমবঙ্গকে ৷কোনওকরম অজুহাত দেওয়া চলবে না এক্ষেত্রে৷ সুপ্রিম কোর্ট আরও বলে, এই নীতি একমাত্র পরিযায়ী শ্রমিকদের জন্যই৷ সেই কারণে কোনও রকমে অবহেলা করা যাবে না এই সমস্যা কে৷

‘এক দেশ এক রেশন কার্ড’ নাগরিকদের বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের একটি সংস্কারমূলক প্রকল্প ৷ এর প্রয়োগে উপভোক্তাদের রেশন দেওয়ার ব্যবস্থা করা হয় ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট (এনএফএসএ)-এর অধীনে৷ এছাড়াও পরিযায়ী শ্রমিকরা যাতে দেশের যে কোনও রেশন দোকান থেকে নিজের রেশন কার্ড দেখিয়ে রেশন তুলতে পারেন, এই আইনের মাধ্যমে করা হয় তার ব্যবস্থাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *