স্টোর রুম পরিষ্কার থেকে রাঁধুনিদের ইউনিফর্ম, জোর তৎপরতা মিড ডে মিল বিতর্কে রাজ্যে কেন্দ্রীয় দল আসার আগেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মিড ডে মিলে টিকটিকি, সাপ পাওয়া থেকে শিক্ষা। নড়েচড়ে বসছে রাজ্য প্রশাসন। কেন্দ্রীয় দল আসার আগেই স্কুলগুলিতে নজরদারি চালানোর সিদ্ধান্ত রাজ্যের। ২০ জানুয়ারি পর্যন্ত মিড ডে মিল পরিষেবা ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা পরিদর্শন করবেন ডিআই, এসআইরা। স্কুলগুলিকে একাধিক নির্দেশ শিক্ষা দফতরের।

স্কুলগুলিকে নির্দেশ

১. স্কুল চত্বর পরিষ্কার রাখতে হবে। ২. মিড ডে মিলের স্টোর রুম পরিষ্কার রাখতে হবে। ৩. যাঁরা রান্না করবেন, নির্দিষ্ট ইউনিফর্ম পরতে হবে। ৪. পুষ্টি বরাদ্দে নজর দিতে হবে।

শিশুখাদ্যে মিলেছে সাপ, টিকটিকি,ইঁদুর। একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষা দফতর। কেন বার বার এমন ঘটনা, খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। তার আগেই রাজ্যের এমন তত্‍পরতা। গাফিলতি ঢাকতেই কি তড়িঘড়ি নজরদারির সিদ্ধান্ত ? উঠছে প্রশ্ন।

রাজ্যে প্রধানমন্ত্রী পোষণ শক্তি মিশনের কাজ কেমন চলছে, তা খতিয়ে দেখতে একটি টিম আসছে বাংলায়। পুষ্টিবিদ, কেন্দ্রীয় আধিকারিক ছাড়াও রাজ্যের আধিকারিকরা থাকবেন এই দলে। গত কয়েকদিনে মিড ডে মিল নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। সম্প্রতি মিড ডে মিলে কখনও দেখা গিয়েছে সাপ, কখনও পড়ে থাকতে দেখা গিয়েছে ব্যাঙ আবার কখনও টিকটিকিও। তা নিয়ে বিতর্ক ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *