হাসপাতালের বিল প্রায় ১৯ লাখ দাঁড়ালো করোনা আক্রান্ত চিকিৎসকের মৃত্যুতে, রিভিউ করার নির্দেশ স্বাস্থ্য কমিশনের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল চিকিৎসকের, পরিবারের হাতে প্রায় ১৯ লাখ টাকার বিল ধরাল বেসরকারি হাসপাতাল কতৃপক্ষ৷ রাজ্য স্বাস্থ্য কমিশন সেই বিল রিভিউ করার নির্দেশ দিল৷ জানা গিয়েছে, চিকিৎসক প্রদীপ ভট্টাচার্য বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন করোনা আক্রান্ত হয়ে৷ যদিও শেষ পর্যন্ত তিনি হার মানলেন করোনার কাছে৷ অভিযোগ তারপরই পরিবারের হাতে চিকিৎসা ও অন্যান্য খরচ বাবদ প্রায় ১৯ লাখ টাকার বিল ধরিয়ে দেয় ওই বেসরকারি হাসপতাল কতৃপক্ষ৷ বিষয়টি রাজ্য স্বাস্থ্য কমিশনের নজরে আসতেই কমিশন রিভিউ করার নির্দেশ দেয় ওই বিল৷ হাসপাতাল কর্তৃপক্ষ কমিশনকে এও জানিয়েছে, বিলটি তাঁরা রিভিউ করছেন এবং এর যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে৷

স্বাস্থ্য কমিশন সূত্রে আরও খবর, বুধবার কমিশন টেক্সট মেসেজ করেন ওই বেসরকারি হাসপাতালে৷ সেখানে হাসপাতালকে ফের রিভিউ করে দেখার কথা বলা হয় করোনা আক্রান্ত মৃত চিকিৎসকের আকাশছোঁয়া বিল৷ রাজ্য স্বাস্থ্য কমিশনে এই প্রথম এমন স্বতঃপ্রণোদিত হয়ে বিল পুনরায় বিবেচনা করে কমানোর নির্দেশ৷

উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বাসিন্দা তথা জনপ্রিয় চিকিৎসক প্রদীপ ভট্টাচার্য৷ একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন করোনা আক্রান্ত হয়ে৷ ওই হাসপাতালে তার মৃত্যু হয় গত সোমবার দুপুরেই৷অভিযোগ,তার পরই মৃত চিকিৎসকের পরিবারের হাতে প্রায় ১৯ লাখ টাকার বিল ধরান হাসপাতাল কর্তৃপক্। বিশাল অঙ্কের এই বিল নিয়ে সরব হয় একাধিক চিকিৎসক সংগঠন এবং চিকিৎসকদের একটা বড় অংশ৷ এমনকি সোশ্যাল মিডিয়াতেও তোলপাড় হয় এই বিষয়টি নিয়েও৷ নজরে আসে রাজ্যের স্বাস্থ্য কমিশনেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *