৩০ জন ফাঁসির আসামীকে করোনা প্রতিষেধক টিকা দেওয়ার পরিকল্পনা এ রাজ্যের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জেলে মৃত্যু প্রহর গুনছেন ফাঁসির আসামি কিন্তু তবুও করোনা ভ্যাকসিন দিতে হবে তাঁদেরকে । আইন অনুযায়ী, রাষ্ট্র মৃত্যুদণ্ড যতক্ষণ না পর্যন্ত কার্যকর করছে, ততক্ষণ একজন ফাঁসির আসামি সব অধিকার পাবে আইন মোতাবেক। এই একই নিয়ম প্রযোজ্য এমনকি যাবজ্জীবন কারাবাস প্রাপ্ত কয়েদির ক্ষেত্রেও। ফলে তাদের আইনত কোনও রকম বাধা নেই করোনা প্রতিষেধক পেতেও। রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এই বিষয় বলেন, “এখন করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে কারারক্ষীদের। টিকা দেওয়া যেতেই পারে ফাঁসির আসামিদেরকেও।সে ক্ষেত্রে কোন রকম সমস‌্যা নেই।”

সংশোধনাগার দপ্তরের এক শীর্ষকর্তার কথায়, “নিয়ম অনুযায়ী ভ্যাকসিন পেতে পারে এমনকি ফাঁসির আসামিরাও। তবে কবে দেওয়া হবে এই ভ্যাকসিন, এখনও তা সুষ্পষ্ট নয়। কিছু সময় অপেক্ষা করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে।” একই বক্তব্য রাজ্যের কারা অধিকর্তা পীযূষ পাণ্ডেরও। প্রসঙ্গত,আফতাব আনসারিই সবচেয়ে হাই প্রোফাইল পশ্চিমবঙ্গে মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত কয়েদিদের মধ্যে। বন্দি আফতাবের আমেরিকান সেন্টারে হামলা-সহ রাষ্ট্রদ্রোহিতার দায়ে ফাঁসির হুকুম হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে কড়া নিরাপত্তার ঘেরাটোপে। মাঝেমধ্যে তার বায়না সামলাতে হিমশিম খেতে হয় এমনকি কারাকর্তাদের। এর বাইরে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে আরও ২৯ জন কয়েদি রয়েছে। এদের মধ্যে কয়েকজন উচ্চ আদালতে আপিল করেছে রায়ের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *