অবশেষে পুরীর জগন্নাথ মন্দির খুলছে ২৩ আগস্ট , ভক্তরা প্রবেশের অনুমতি পাবেন শর্তসাপেক্ষেই
বেস্ট কলকাতা নিউজ : দীর্ঘদিন বন্ধ থাকার অবশেষে খুলতে চলেছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। করোনা সক্রমণের জেরে বহুদিন বন্ধ থাকার পর ফের সাধারণ মানুষ জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে এর জন্য দর্শনার্থীদের মানতে হবে বেশ কয়েকটি শর্ত।
ওড়িশা সরকার ভক্তদের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের দরজা ফের খোলার সিদ্ধান্ত নিল করোনা সংক্রমণ খানিকটা নিয়ন্ত্রণে আসতেই। মন্দির কমিটির মুখ্যপ্রশাসক কিষাণ কুমার বুধবার জানিয়েছেন, মন্দিরে পুরীর স্থানীয় বাসিন্দারা প্রবেশ করতে পারবেন আগামী ১৬ আগস্ট থেকেই। আধার বা ভোটার কার্ড ছাড়াও বাসিন্দাদের প্রমাণ দিতে হবে টিকার দু’টি ডোজ নিয়েছেন তারও। অবশ্য পুরীর বাইরে থেকে যাঁরা আসবেন, বিশেষত পশ্চিমবঙ্গ থেকে, তাঁদের জন্য ২৩ আগস্ট থেকে শর্তসাপেক্ষে জগন্নাথ দর্শন হবে। টিকার দুটি ডোজের সার্টিফিকেটও বাধ্যতামূলক এমনকি মন্দিরে ঢুকতে হলে। যদি কোনও ভক্তের একটি ডোজ নেওয়া থাকে তবে মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দিলেই। আর এখনও যাদের কোনও টিকা নেওয়া হয়নি তাঁদের ক্ষেত্রে বাধ্যতামূলক আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ থাকাটা।