জনসংযোগ যাত্রা শুরু করলেন অভিষেক বন্দোপাধ্যায়
বেস্ট কলকাতা নিউজ : জনসংযোগ যাত্রা শুরু করলেন অভিষেক বন্দোপাধ্যায়।আজ কোচবিহারে জনসংযোগ যাত্রার শুরুতে যুবনেতাকে একবার ছুয়ে দেখতে জনতার ঢল নামে। ভীড়ের চোটে পিছিয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের কোচবিহারের জেলা নেতৃত্ব। অভিষেক বন্দোপাধ্যায় আজকের জনসংযোগ যাত্রার শুরুতে কোচবিহার জেলা নেতৃত্বের সাথে জরুরী বৈঠক সেরে নেন। তিনি জানান মানুষের প্রয়োজনে আজকে মানুষের পাশে এসেছি আমি। আজকের জনসংযোগ যাত্রা আমি শুরু করলাম মানুষের সমস্যা কি তা দেখা এবং তা মেটাতে।এদিকে অভিষিক বন্দোপাধ্যায় কোথায় থাকবেন এ নিয়ে রবীন্দ্রনাথ ঘোষ এবং উদয়ন গুহর মধ্যে মতপার্থক্য তৈরী হয়েছিল।গত দুদিন থেকেই। অবশ্য বুঝতে পরে যথেষ্ট বিরক্ত হন অভিষেক,এবং তিনি জানিয়ে দেন এই রেষারেষি তিনি একেবারেই পছন্দ করছেন না।তিনি জানান তিনি একেবারেই পছন্দ করছেন না যে জনগন জানুক তৃণমূল কংগ্রেসের মধ্যে মতপার্থক্য তৈরী হচ্ছে। রাতে তিনি তাবুতেই থাকবেন জানিয়ে দেন অভিষেক বন্দোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি একটাই তৃণমূল দলকে দেখতে চান। অভিষেকের কোচবিহার সফরকে নিয়ে কড়া নিরাপত্তা ব্যাবস্থার ব্যাবস্থা করা হয়েছে গোটা কোচবিহার জুড়ে। এদিকে কোচবিহার জেলা বিজেপী অভিষেকের এই সফরকে কটাক্ষ করে জানিয়েছে রাজকুমারের কুটির বাস। গরীবের টাকা মেরে কোটি কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার।এই দুমাসের সফর কয়েক কোটি টাকা খরচা হবে রাজকুমারের জন্য।এটা তো জনগনের টাকা।মানুষের চোখের জলের টাকা।তবে মানুষ বুঝতে পেরেছে যার জবাব মুখ্যমন্ত্রী পাবেন পঞ্চায়েত ভোটের ফলাফলে। তৃণমূলের দিন শেষ।তাই আর কোন ভেলকি কাজে লাগবে না।