পুরকর্তারা এবার CBI-এর নজরে পুর নিয়োগ দূর্নীতিতে , খুব শীঘ্রই তলব করবে তদন্তকারী সংস্থা
বেস্ট কলকাতা নিউজ : এবার পুরসভার নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নজর পুরকর্তারা। ইতিমধ্যেই বেশ কয়েকটি পুরসভার কর্তাব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে বাকিও রয়েছে প্রচুর। এবার তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে একাধিক নথি উঠে এসেছে। তাতে ষ্পষ্ট রয়েছে এই দুর্নীতিতে জড়িত এক্সিকিউটিভ অফিসাররাও। তাই তাঁদেরকেও ডাকা হবে। তবে সবাইকে একবারে ডাকা হবে না। আগে চিহ্নিত করে তারপর ডাকা হবে।
পুরসভায় নিয়োগ দুর্নীতি। এবার তার তদন্তে গতি বাড়াতে চলেছে সিবিআই। তাই একাধিক পুরসভার কর্তাব্যক্তিদের ডাকার প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নিয়োগ দুর্নীতিতে পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিইও–সহ শাসকদলের নেতা এবং প্রভাবশালী মন্ত্রীও জড়িত বলে মনে করছেন সিবিআই অফিসাররা। এখানেই শেষ নয়, নগরোন্নয়ন দফতর এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের একাধিক উচ্চপদস্থ অফিসাররা জড়িত বলে তথ্য পেয়েছে সিবিআই।