বিনামূল্যের সবজি বাজার বসল কালীঘাট এলাকায়
বেস্ট কলকাতা নিউজ : দীর্ঘ লকডাউনের জেরে বহু মানুষ কর্মচ্যুত হয়েছেন ইতিমধ্যেই। রুটিরুজি হারিয়ে দু’বেলা বাজার করার সামর্থ্য নেই তাদের অনেকেরই। তাঁদের কথা মাথায় রেখে দলের পক্ষ থেকে কলকাতা পৌরনিগমের ৮৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালীঘাট এলাকায় গতকাল বিনামূল্যের বাজার চালু CPI(M)। দিনভর চলার পর রাতেও বসে সেই বাজার। গরিব মানুষকে বিনামূল্যে আলু, উচ্ছে, পটল, ঢ্যাঁড়শ, লেবু তুলে দেওয়া হয় এই বাজারে।
এই বাজার থেকে বিনামূল্যের সবজি নিয়েছেন এলাকারই প্রায় ১৫০ জন দুস্থ মানুষ। এলাকার দুস্থদের হাতে সবজি তুলে দেন CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম।এই বাজার থেকে সবজি তুলে দেওয়া হয়েছে কালীঘাট, রাসবিহারী, দেশপ্রিয় পার্ক, ভবানীপুর এবং হাজরা এলাকার বহু দুস্থ মানুষকে।