উধাও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী! ভয়ংকর কাণ্ড ঘটাল পুলিস বাড়িতে ফেরানো মাত্রই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : উচ্চমাধ্যমিক শুরুর আগেই নিখোঁজ হল এক পরীক্ষার্থী! শেষপর্যন্ত পুলিস যখন বাড়িতে ফিরিয়ে আনল, তখন আবার আত্মহত্যার চেষ্টা করল সে। অবশেষে হাসপাতালে ভর্তি হয় ওই পড়ুয়া। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হুগলি চুচুড়ায়। পুলিস সূত্রে খবর, ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর নাম সুমন পাল। বাড়ি, চুঁচুড়ার ২নম্বর কাপাসডাঙ্গা এলাকায়। চুঁচুড়া দেশবন্ধু স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সুমন। এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।

এদিকে পরিবারের লোকেদের দাবি, শুক্রবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যায় সুমন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার আর সন্ধান মেলেনি। শেষে নিখোঁজ ডায়েরি করা হয় চুঁচুড়া থানায়। এরপর মোবাইল লোকেশন ট্যাক করে চুঁচুড়ারই গঙ্গা লাগোয়া ঘুটিয়াবাজার এলাকায় ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে উদ্ধার করে পুলিস। যথারীতি বাড়িতেও পৌঁছে দেওয়া হয় তাঁকে।আবার বাড়ি ফেরার পর নাকি রং করার তুঁতে খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সুমন! অন্তত তেমনটাই জানিয়েছেন পরিবারের লোকেরা। ইমামবাড়ার হাপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু কেমন এমন আচরণ করলো ছেলে, তা কোনো ভাবেই বুঝে উঠতে পারছেনা বাড়ি লোকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *