কতটা কার্যকর বিভিন্ন ভ্যাকসিনের সংমিশন ! জানতে ট্রায়াল শুরু হচ্ছে ভারতে
বেস্ট কলকাতা নিউজ : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে ভারতে। সংক্রমণ ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে। বিস্তর অভিযোগ সামনে এসেছে এমনকি অক্সিজেনের অভাব, হাসপাতালে বেডের অভাব নিয়েও। সমগ্র দেশে ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলছে খুব ধীর গতিতে। ভ্যাকসিন না পাওয়ার অভিযোগও সামনে আসছে অনেক ক্ষেত্রেই। এদিকে ভারতে খুব দ্রুত ট্রায়াল শুরু হতে চলেছে বিভিন্ন ব্র্যান্ডের ভ্যাকসিন মিশিয়ে প্রয়োগ করার নিরাপত্তা, তার কার্যকারিতা খুঁটিয়ে দেখতেও।
বর্তমানে এই ট্রায়ালে ব্যবহার করা হবে কোভিশিল্ড (Covishield), কোভ্যাকসিন (Covaxin) ও স্পুটনিক ভি (Sputnik v) এই তিনটি ভ্যাকসিন (vaccine)। কারণ দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন গুলিকে ছাড়পত্র দিয়েছিল। মিশ্র ভ্যাকসিনের ট্রায়ালে যে ভ্যাকসিন গুলো এখনো অনুমোদনের অপেক্ষায় আছে ব্যবহার করা হবে সেই গুলিকেও, একজন বরিষ্ঠ আধিকারিক এমনটাই জানাচ্ছে।