ফের নিক্কো পার্ক বন্ধ হল করোনার প্রবল ধাক্কায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে সল্টলেকের নিকো পার্ক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল অ্যামিউজ়মেন্ট পার্ক এবং ওয়াটার পার্ক বন্ধ রাখার জন্য। কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত করোনার দ্বিতীয় ঢেউ মহামারী আকার নেওয়ার পরই। জানা গেছে নিক্কো পার্কের সমস্ত রাইড বন্ধ থাকবে আগামী ৭ মে ২০২১ পর্যন্ত।

নিক্কো পার্কের তরফে অভিজিৎ দত্ত (এমডি) জানান, নিক্কো পার্কে এখন আর তেমন ভিড় হয় না শীতকালের মতো। ওয়াটার পার্কে কিছু মানুষ আসেন গরমকাল থাকার জন্য। যদিও তারা নিক্কো পার্কের ওয়াটার রাইডের আনন্দ নিতে পারেন না কোভিড প্রটোকল মেনে। কিন্তু আস্তে আস্তে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সিদ্ধান্ত নেওয়া হবে মে মাসের ৭ তারিখের পর পরিস্থিতি কেমন থাকে সেই অনুযায়ী । অন্যদিকে লকডাউন শুরু হওয়ার পর থেকে বন্ধ হয়ে রয়েছে নিউটাউনের অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক। যার জেরে কর্মহীন হয়ে পড়েছে সেখানে কর্মরত বহু মানুষও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *