বিপিন রাওয়াতের মৃত্যু কি শুধুই নিছক দুর্ঘটনা? নাকি অন্য কোনো কারণ, বড় রকমের প্রশ্ন তুলে দিলেন সুব্রাহ্মণ্যম স্বামী
বেস্ট কলকাতা নিউজ : বিপিন রাওয়াতের মৃত্যু শুধুই কি দুর্ঘটনা নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনো কারণ? বড় প্রশ্ন তুললেন সুব্রাহ্মণ্যম স্বামী। এত বড় ঘটনা কি শুধু মাত্র দুর্ঘটনা? আবার ‘অন্তর্ঘাত নয় তো?’ বিভিন্ন মহলে ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এর সঙ্গে তাল মিলিয়ে সুব্রাহ্মণ্যম স্বামী বোমা ফাটালেন অন্তর্ঘাতের তত্ত্ব তুলে ধরে। জেনারেলের মৃত্যুর কিছুক্ষণ আগেও এক সাক্ষাত্কারে স্বামী বলেন, ‘বিপিন যে এখনও মৃত নন, আহত। আমরা এখনও অপেক্ষা করছি সেই সরকারি বিবৃতির ।’
স্বামী আরও বলেন, ‘এই ঘটনা ভারতের জন্য বড় ধাক্কা নিশ্চিতরুপে। খুব কম মানুষই আছেন ভারতীয় সেনার উচ্চ পদে, সরকারকে যাঁরা ভয় পাননা। তেমনই একজন আধিকারিক ছিলেন বিপিন রাওয়াত। তিনি বরাবর বলে চলেছিলেন চিন বড়সড় সমস্যা আমাদের জন্য, চিন ক্রমাগত ঢুকে আসছে ভারতের দিকে। এই যে তামিলনাড়ুর পরিস্কার আকাশে আগুন ধরল তাঁর হেলিকপ্টারে, এটা হতে পারে কোনও সাইবার যুদ্ধও। এমনও হতে পারে যে কোনও লেজার ব্যবহার করা হয়েছে।’
উল্লেখ্য, ভারতীয় বিমানের এমআই-১৭ভি৫ এ চড়ে ১৪ জন সেনা আধিকারিক রওনা দিয়েছিলেন তামিলনাড়ুর সুলুর থেকে উধাগমনদালমের উদ্দেশ্যে। কপ্টার দুর্ঘটনার পরই জানা গিয়েছিল বিপিন রাওয়াতের দেহের ৯০ শতাংশ অংশই পুড়ে গিয়েছে। তাঁর কিছু সময় পরেই ভারতীয় বায়ুসেনা বিভাগ বিপিন রাওয়াতের মারা যাওয়ার কথা ঘোষণা করে। এদিকে বায়ু সেনার তরফ থেকে নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে সেই কথা তুলে ধরা হয়। ওই দুর্ঘটনায় মারা যান ১৪ জনের মধ্যে ১৩ জনই।