আসন্ন লোকসভা নির্বাচনকে ত্রুটি মুক্ত ও ভয়শুন্য করতে আহ্বান জানালো মানবাধিকার সংগঠন সি পি ডি আর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আসন্ন সপ্তদশ লোকসভা নির্বাচনকে ত্রুটি মুক্ত ও ভয়শুন্য করতে পশ্চিমবঙ্গের অন্যতম মানবাধিকার সংগঠন সিপিডির আহ্বান জানালেন নির্বাচন কমিশনের কাছে ।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দয়াময় বিশ্বাস আজ কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জনগণের কাছে আবেদন রাখেন যে তাঁরা যেন আগামী লোকসভা নির্বাচনে নির্ভয়ে ভোট দেন।একই সঙ্গে এরই পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে তিনি আহ্বান করেন যে মানুষ যাতে ভয়শুন্য পরিবেশে নিজের ভোট নিজে দিতে পারে, নির্বাচন কমিশন যেন তার সুবন্দ্যোব্যস্ত করেন।তাঁর আরো দাবি যদি ভোট দিতে গিয়ে কোন ভোটার মারা যান কিংবা আক্রান্ত হয় তাহলে যথাক্রমে পঁচিশ লক্ষ ও পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে তাঁর পরিবারের হাতে।

বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ করে তিনি হুঁশিয়ারি দেন যে, শাসকদল কখনও যেন পুলিশ দিয়ে ভয় দেখিয়ে একতরফাভাবে ভোট না করেন। কারণ ইতিহাস বলছে এভাবে পূর্বে কংগ্রেস ও সিপিএম একই পথে হেঁটে আজ ক্ষমতা থেকে চির বিদায় নিয়েছে। তাই ক্ষমতার দম্ভে আজ ভোট লুঠ করলেও আগামী দিনে সেটা কিন্তু করা যাবে না।এদিন অন্যান্য বিশিষ্ট জনেদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কৃষ্ণ প্রসাদ পাত্র (প্রধান অতিথি),ডাঃ প্রকাশ মল্লিক(প্রধান উপদেষ্টা), মহম্মদ মইনুদ্দিন,ডাঃ অরুন কুমার, দুলাল ঘোষ, অমিত সেনগুপ্ত ছাড়া ও সংগঠনের মহিলা শাখার সদস্য দীপা দাস সহ অন্যান্যরা। এদিন তিনজন মহিলা আইনজীবী সংগঠনের মহিলা শাখায় যোগদান করেন।

One thought on “আসন্ন লোকসভা নির্বাচনকে ত্রুটি মুক্ত ও ভয়শুন্য করতে আহ্বান জানালো মানবাধিকার সংগঠন সি পি ডি আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *