মারাদোনার স্মরণে সভা আয়োজিত হলো শ্যামপুরে , স্মরণ করা হলো এমনকি পিকে-চুনী গোস্বামীকেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দিন কয়েক আগেই পৃথিবী থেকে চির দিনের জন্য বিদায় নিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিংবদন্তি দিয়েগো মারাদোনা। সমগ্র বিশ্বজুড়ে রীতিমতো শোকের ছায়াও নেমে এসেছে তাঁর আকস্মিক প্রয়াণে। বঙ্গীয় কবি, শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবী ফোরাম তাঁর স্মৃতিতে এক স্মরণ সভার আয়োজন করল গ্রামীণ হাওড়ার শ্যামপুরে।

উদ্যোক্তারা আরও জানান মারাদোনার পাশাপাশি এমনকি ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তি চুনী গোস্বামী ও পিকে ব্যানার্জীকেও স্মরণ করা হয় এই সভা থেকে। এই স্মরণ সভার আয়োজন করা হয়েছিল শ্যামপুর মোড়ে। এলাকার একাধিক প্রাক্তন ফুটবলার, বর্তমান ফুটবলার, বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই স্মরণ সভায়৷ তিন ফুটবলারের ছবিতে মাল্যদানের পাশাপাশি কেউ কবিতা কেউবা নিজ বক্তৃতার মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মারাদোনার প্রতি। সংগঠনটির সম্পাদক উত্তম রায়চৌধুরী জানান,”এক বিশ্ববিশ্রুত আবেগের নাম মারাদোনা। তাঁর চলে যাওয়াটা এক অপূরণীয় ক্ষতি বিশ্ব ফুটবলের কাছে।ফুটবলের প্রতি ভালোবাসা ও প্রীতিকে আরও সুদৃঢ় করতে হবে তাঁকে স্মরণ করার মাধ্যমেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *