সংক্রমণ ক্রমশ বাড়ছে বাংলায়, কলকাতাসহ কয়েকটি জেলা বাড়াচ্ছে এমনকি উদ্বেগও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : তিন হাজার পেরিয়ে গেল বাংলায় আক্রান্তের সংখ্যাটা৷ এর মধ্যে ১ লক্ষ ২৬ হাজারের বেশি আক্রান্ত হয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলাতেই৷ আর বাকি ২১ জেলায় আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার ২৫৫ জন৷ আক্রান্তের নিরিখে এমনকি উত্তর ২৪ পরগনাও ছাপিয়ে গিয়েছে কলকাতাকেও৷ কিন্তু কলকাতাই এগিয়ে আছে দৈনিক মৃত্যুর নিরিখে৷ মঙ্গলবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণের নিরিখে উত্তর ২৪ পরগনা ফের ছাপিয়ে গেল কলকাতাকে৷ এই জেলায় ৭৫৬ জন ফের আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়৷ আর কলকাতায় সেই সংখ্যাটা ৭২৮ জন৷ ফলে কলকাতায় মোট আক্রান্তর সংখ্যা ৬৫,৮৮৮ জন৷ পাশাপাশি উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছে ৬০,৮৭৭ জন৷

শুধু কলকাতায় ১৮ জনের মৃত্যু হয়েছে একদিনেই আর উত্তর ২৪ পরগনায় ১৪ জনের৷ রাজ্যে গত ২৪ ঘন্টায় যে ৬২ জনের মৃত্যু হয়েছে ,তাদের মধ্যে ওই দু’জেলাতেই ৩২ জন৷ বাকি ২১ জেলায় ৩০ জন৷বাংলায় মোট মৃত্যু হয়েছে ৫,৭৪৪ জনের৷ এর মধ্যে ৩,২০৯ জনের মৃত্যু হয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেই৷ আর বাকি ২১ জেলায় মাত্র ২,৫৩৫ জনের মৃত্যু হয়েছে৷ এই তথ্যই বলে দিচ্ছে , দু’টি জেলায় করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে চলেছে পুজোর মুখেই৷ বিশেষজ্ঞরা মনে করছেন সেটা পুজোর পরে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে বলেও৷ শহরে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও বাড়তে বাড়তে এখন ৬,৭৪৭ তে এসে পৌঁছেছে৷ পিছিয়ে নেই এমনকি উত্তর ২৪ পরগনা জেলাও৷ এই জেলায়এখন অ্যাক্টিভ আক্রান্ত ৬,৫৪৪ জন৷ একদিনে বেড়েছে যথাক্রমে ৩৩ ও ৪৩ জন৷

কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়াও উদ্বেগ ক্রমশ বাড়াচ্ছে আরও কয়েকটি জেলার সংক্রমণও৷ এগুলো হল -হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, দুই মেদিনীপুর, দার্জিলিং,জলপাইগুড়ি ও নদিয়া৷ এদিনের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত যথাক্রমে হাওড়া (২০৩), হুগলি (২২৪), দক্ষিণ ২৪ পরগনায়(২২১),দার্জিলিং (১০৭),জলপাইগুড়ি (১২১),নদিয়া (১৪৬), পশ্চিম মেদিনীপুর (১৬৫) ও পূর্ব মেদিনীপুরে ১২৫ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *