অবশেষে কেএমডিএ আইনি পথে যাচ্ছে জমি দখলদারদের বিরুদ্ধে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) দখল হওয়া জমি চিহ্নিত করে আইনি পথে হাঁটতে চলেছে খোদ দখলদারদের বিরুদ্ধেই।এই মুহূর্তে সমীক্ষা চলছে সংস্থার কত জমি বেআইনি ভাবে দখল হয়ে রয়েছে, তার । সমীক্ষাটি শেষ হয়ে যাওয়ার কথা কিছু দিনের মধ্যেই। কেএমডিএ সূত্রের খবর যে সমস্ত ফাঁকা জমি পড়ে রয়েছে, সেগুলি পাঁচিল দিয়ে ঘিরে দেওয়ার পাশাপাশি যে সমস্ত জমি ইতিমধ্যেই দখলদারদের হাতে, সে সব ক্ষেত্রে আইনি পদক্ষেপ করা হবে বলেও। পুর ও নগরোন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ”ফাঁকা জমি কোথায় কোথায় পড়ে রয়েছে, কোথায় তা বেআইনি ভাবে দখল করা হয়েছে, তা চিহ্নিত করা হবে সমীক্ষার মাধ্যমেই।”

এমনিতে সরকারি জমি ফাঁকা থাকলে আকছার ঘটে তা দখল হওয়ার ঘটনা। তবে শুধু সরকারি জমিই নয়, একই প্রবণতা দেখা যায় ব্যক্তিগত মালিকানাধীন জমির ক্ষেত্রেও। যেমন সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়েছে নোনাডাঙা বাসস্ট্যান্ডের বিপরীতে সংশ্লিষ্ট মৌজায় (আর এস দাগ: ৬৩২ (পি)) কেএমডিএ-র একটি খালি জমি জবরদখল হওয়া আটকাতে পাঁচিল দিয়ে ঘেরার জন্য। প্রায় ন’লক্ষ টাকা তার জন্য বরাদ্দ হয়েছে। শুধু ওই জমিই নয়, সূত্রের খবর সংস্থার সমস্ত খালি জমি পাঁচিল দিয়ে ঘিরে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলেও। তার জন্য কত ব্যয় হবে, তা বার করা হবে সমীক্ষার দ্বিতীয় পর্যায়ে। সংস্থার এক শীর্ষ কর্তার কথায়, ”জবরদখলকারীদের চিহ্নিত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ফাঁকা পড়ে থাকা জমি ঘিরে দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *