অবশেষে ভারতও আনতে চলেছে ৫ জি ফাইটার জেট

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

ফিফথ জেনারেশন ফাইটার জেট উড়তে চলেছে ভারত আকাশে৷ ভারত একবার তৈরি করে ফেললে বিশ্বে অনন্য ভাবমূর্তি তৈরি হবে ভারতেরই৷
ডেঞ্জারের আরেক নামই হল AMCA৷ ভারত সত্যিই করে দেখাচ্ছে৷ বিশ্বের মাত্র ৩ টে দেশে থাকা সিক্রেট প্রযুক্তি এবারের ভারতের মাটিতে৷ ভারত তৈরি করে ফেলছে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট৷ একেবারে দেশীয় হবে এই যুদ্ধবিমান৷ ভারতের বায়ুসেনার শিকার হবে ড্রাগন আর ড্রাগনের গোলাম পাকিস্তান৷

ভারত নিজের চাহিদা পূরণ করতে পঞ্চম প্রজন্মের AMCA অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট) ফাইটার জেট তৈরির গোটা টেকনোলজি আবিষ্কার করে ফেলেছে৷ জাপানও এখন সেই পথেরই পথিক৷ মাল্টিরোলের কাজ করবে এই ফাইটার জেট৷ এর মানে এয়ার টু এয়ার শুধু নয় এয়ার টু গ্রাউন্ডও হবে কাজ৷ সোজা কথায় হবে বোম্বারের কাজ করবে৷ কিন্তু সেই ওয়েপন কেউ দেখতে পাবে না৷ ফাইটার জেটের বুক চিড়ে বের হবে মিশাইল৷ বিশ্বাস করুন চিনে এই ফাইটার জেট ঢুকে গেলেও তারা টের পাবে না কারণ জিওম্যাট্রি স্টেলথ প্রযুক্তি৷ সিঙ্গেল পাইলট শুধু নয় পাইলট ছাড়াও চালানো যাবে এই যুদ্ধবিমান গ্রাউন্ডে বসেই৷ একেবারে হাই টেকনলজির এয়ারক্রাফট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *