অশোকনগরে বিদ্রোহী কবির জন্মজয়ন্তী উদযাপন আইপিসিএ এর উদ্যোগে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ১১ই জৈষ্ঠ্য গানের বুলবুল আর কবিতায় বিদ্রোহের প্রতীক কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী। যার গান, কবিতা বিদ্রোহের আগুন জ্বালায় তরুণ, যুবকের মনে আবার তারই গানে মানুষ মনের ভক্তি উজার করে দেয় দেবতার চরণ তলে। সংক্ষিপ্ত জীবনে তিনি রচনা করে গেছেন প্রায় ৩ হাজার গান, রয়েছে অসংখ্য কবিতা, ছোটগল্প ও উপন্যাস। তার অনবদ্য অবদান রয়েছে বাংলা সাহিত্যের উন্নতিতে। অশোকনগর কচুয়া মোড়ে নজরুল মূর্তির প্রাঙ্গণে ২৬ মে বাংলার ১১ই জৈষ্ঠ্য বুধবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মদিবস উদযাপিত হলো অশোকনগর আইপিসিএ র উদ্যোগে। এরপর উপ- পৌর প্রধান ধীমান রায়, ডাক্তার সুজন সেন, অনুষ্ঠানের সভাপতি সমীর রঞ্জন দত্ত, পৌরসভার সিআইসি সদস্য সমীর দত্ত ও নাট্যকার তনয় মজুমদার অনুষ্ঠানে বক্তব্যের মধ্য দিয়ে কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।তাঁরা তাঁদের বক্তব্যে তুলে ধরেন কাজী নজরুল ইসলামের জীবন সংগ্রাম এবং সাম্প্রদায়িকতা বিরোধী রচনা ও বিভিন্ন কার্যকলাপের কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *