অ্যাপ নির্ভর বাইকের ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকল খাস কলকাতা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শুধু চার চাকার গাড়িই নয়, এখন অ্যাপের মাধ্যমে বুকিং করা যায় মোটর বাইকও। সেই বাইকে যাত্রী নামাতে গিয়ে ভোরের দিকে বিপাকে পড়লেন এক চালক। চালককে মারধর করে তাঁর বাইক ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেন এক যুবক। এরপর পুলিশ এসে চালককে উদ্ধার করেন। অভিযোগ দায়ের হয় থানায়। তারই ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের হাতে ধরাও পড়েন অভিযুক্ত। দমদম থানা এলাকায় শুক্রবার ভোরের দিকে এই ঘটনা ঘটে। তখনও দিনের আলো ফোটেনি। দমদম থানায় খবর যায় জেশপ কারখানার সামনে এক যুবক পড়ে রয়েছেন। ঘটনাস্থলে যান কর্মরত এক সাব ইন্সপেক্টর। গিয়ে ওই যুবককে উদ্ধারও করেন। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ওই যুবককে সঙ্গে সঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

আহত ২৩ বছর বয়সী ওই বাইক চালক জানান তাঁর নাম সৌমেন ঘোষ। অ্যাপ নির্ভর সংস্থার অধীনে কাজ করেন তিনি। বাইকে যাত্রী গন্তব্যে দিয়ে আসেন। ঘটনার দিন মাঝরাতে তাঁর কাছে একটি বুকিং আসে। বুকিংয়ে বলা হয়, জেশপ কারখানার সামনে পূর্ব কমলাপুরে যাবেন যাত্রী। সৌমেনের অভিযোগ, যাত্রীকে নামিয়ে টাকা নেওয়ার সময় হঠাৎই ওই যাত্রী তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন। ফলে গুরুতর জখম হন। এরপরই তাঁর বাইক ও মোবাইল নিয়ে চম্পট দেন ওই যুবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *