এবার নয়া এসি ৩-টায়ার ইকোনমি কোচ ভারতীয় রেলে, ৪৪০ টাকা থেকে শুরু ভাড়া

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার ভারতীয় রেলের নতুন উদ্যোগ যাত্রী পরিষেবা বাড়াতে। ঘোষণা করা হয়েছে এমনকি শীতাতপ নিয়ন্ত্রিত নতুন ইকোনমি কোচের চূড়ান্ত ভাড়াও। এই কোচে থাকছে মোট ৮৩টি বার্থ। জানা গিয়েছে 3AC ইকোনমি কোচের ট্যারিফ ৮% কম করা হয়েছে আগের AC 3-Tier থেকে। কেন্দ্রীয় রেল মন্ত্রক সূত্রে আরও জানানো হয়েছে, সমস্ত মেইল, এক্সপ্রেস এবং সুপারফাস্ট ট্রেনে উপলব্ধ করা হবে 3AC ইকোনমি কোচের সুবিধা । ইতিমধ্যে এই রকমের ৫০টি কোচ দেওয়া হয়েছে বিভিন্ন জোনাল রেলওয়েকে। রেল মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, 3AC ইকোনমি কোচের মূল ভাড়া ২.৪ গুণ কম মেইল, এক্সপ্রেস ট্রেনের বর্তমান স্লিপার ক্লাস কোচের বেস ভাড়ার থেকে।

সর্বনিম্ন বেস ভাড়া ৪৪০ টাকা নতুন 3AC ইকোনমি কোচের। ১ থেকে ৩০০ কিলোমিটার দূরত্বের জন্য আসন প্রতি নেওয়া হবে ৪৪০ টাকা । ভাড়া বাড়বে গন্তব্যের দূরত্বের উপর ভিত্তি করেই । সর্বোচ্চ ৩,০৬৫ টাকা ভাড়া রাখা হয়েছে ৪৯৫১ থেকে ৫০০০ কিলোমিটার গন্তব্যের জন্যও। এছাড়াও জানা গিয়েছে 3AC ক্লাসের জন্য রিজার্ভেশন ফি, সুপারফাস্ট সারচার্জ, গুডস এবং সার্ভিস ট্যাক্স ও অন্যান্য চার্জ আলাদাভাবে নেওয়া হবে বলে।এই নতুন কোচগুলি প্রথম চালু করা হচ্ছে নর্দান সেন্ট্রাল রেলওয়েতেই (Northern Central Railway)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *