কংগ্রেস বিধায়কের বিষ্ফোরক মন্তব্য কর্ণাটক বিধানসভায়! তীব্র সমালোচনার ঝড় বিভিন্ন মহলে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজনৈতিক নেতারা অতীতেও একাধিক মন্তব্য করেছেন ধর্ষন প্রসঙ্গ নিয়ে। এবার সেই তালিকায় নাম লেখালেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা বিধায়ক কে আর রমেশ কুমার। কর্ণাটক বিধানসভায় দাঁড়িয়েই তাঁর বিষ্ফোরক মন্তব্য, ‘ধর্ষণ যখন অনিবার্য, তখন শুয়ে শুয়ে সেটা উপভোগ করাই ভাল!’ মূলত বৃহস্পতিবার বিধানসভায় আলোচনা চলছিল বন্যা বিধ্বস্ত কর্ণাটকের ক্ষয়ক্ষতি নিয়েই ৷ এমনকি সব বিধায়কই কথা বলতে চাইছিলেন নিজেদের বিধানসভা এলাকার ক্ষয়ক্ষতি নিয়েও৷আর এর ফলে চরম সমস্যায় পড়েন স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে কাজেরি৷ কারণ তিনি সন্ধে ছ’টার নির্ধারিত সময়সীমার মধ্যে অধিবেশনের কাজ শেষ করতে চাইছিলেন৷

অথচ বিধায়করা চাইছিলেন দীর্ঘায়িত হোক অধিবেশনের কাজ৷ কারণ প্রত্যেকেই চান মানুষের সমস্যার কথা তুলে ধরতে নিজেদের বিধানসভা এলাকার৷ পরিস্থিতি দেখে হাসতে হাসতেই অধ্যক্ষ বলেন, ‘আমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি যে মনে হচ্ছে সবাইকে বলি আপনারা চালিয়ে যান৷ গোটা বিষয়টা উপভোগ করি৷ মনে হচ্ছে কোনও কিছু নিয়ন্ত্রণের চেষ্টা না করে আপনাদের বলি যে নিজেদের বক্তব্য চালিয়ে যান৷ প্রয়োজন নেই কোনও নিয়ম, বিধি মানারও৷’ স্পিকার এর পরে ক্ষোভের সঙ্গে জানান, অধিবেশনের কাজ চলছে না ঠিক মতো ভাবে ৷ সেটাই তাঁর রাগের প্রধান কারণ৷

তখনই রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং কংগ্রেস বিধায়ক রমেশ কুমার অধ্যক্ষকে থামিয়ে বলেন, ‘দেখুন কথাতেই আছে, যখন ধর্ষণটা অবধারিত তখন শুয়ে পড়ে সেটা উপভোগ করাই ভাল৷ সেরকমই আপনার অবস্থাও৷’ বিধায়কের এই বক্তব্যে শুনে এদিকে অনেক বিধায়কই হাসিতে ফেটে পড়েন৷ যদিওবিভিন্ন মহলে তীব্র সমালোচনার ঝড় শুরু হয়েছে এই মন্তব্য প্রকাশ্যে আসতেই৷ একজন বিধায়ক কীভাবে এমন মন্তব্য করলেন, তাও আবার বিধানসভার মতন জায়গায় দাঁড়িয়ে, সেই প্রশ্নই উঠেছে এমনকি রাজনৈতিক মহলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *