কলকাতা পুরসভা লন্ডনের আদলে ডালহৌসে স্কোয়ারকে সাজাবে কলকাতার হেরিটেজ রক্ষা করতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ২০১১ সালে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কলকাতাকে ঢেলে সাজাবেন লন্ডনের আদলে।তারপর থেকে ধীরে ধীরে বদলে গিয়েছে কলকাতার স্কাই লাইন এবং কলকাতার রাস্তাঘাটের ছবিটা।বছর কয়েক আগে কলকাতা শহরের যে ম্যাড মেরে চেহারা ছিল তা বদলে গিয়ে এখন একটা চকচকে আধুনিক চেহারা নিয়েছে তিলোত্তমা কলকাতা।সেই সঙ্গে তাল মিলিয়ে সেজে উঠেছে কলকাতার যানবাহন এবং আকাশচুম্বী একের পর এক অট্টালিকা। কিন্তু কলকাতা তো শুধুমাত্র আধুনিক শহরের তকমা পেয়েই খুশি নয়। কলকাতার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় সাড়ে ৩০০ বছরের ইতিহাস। অনেক ঐতিহ্য।

যা হয়তো বা এশিয়া মহাদেশের মধ্যেও বহু ক্ষেত্রে বিরল।এ মত অবস্থায় কলকাতার সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা ডালহৌসি স্কোয়ার সংলগ্ন এলাকাতে তার পুরন ো হেরিটেজ লুকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পৌরসভা।
ঠিক যেমন ভাবে কয়েকশো বছরের ইতিহাস নিয়ে গথিক স্থাপত্যের নিদর্শন তুলে ধরে আজও গোটা পৃথিবীর পর্যটকদের কাছে দর্শনীয় স্থান হয়ে রয়েছে লন্ডন, ঠিক তেমনভাবেই সেজে উঠবে কলকাতার ডালহৌসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *