কলকাতা মেট্রো জলের তলায় হু হু করে ছুটতে চলেছে খুব শীঘ্রই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নদীর নীচে ভ্রমণ করতে চান তাহলে আপনার জন্য শীঘ্রই সুখবর আসতে চলেছে ৷ আপনার ইচ্ছেপূরণ হতে চলেছে খুব শীঘ্রই৷ভারতে এই প্রথমবার জলের তলা দিয়ে চলবে এমন মেট্রোর প্রকল্পের কাজ প্রায় সমাপ্ত হওয়ার পথে৷এক হিন্দি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কলকাতা মেট্রোতে নতুন এই লাইনের ফেজ-১-এ শীঘ্রই মেট্রো পরিষেবা চালু হতে চলেছে বলে জানা যাচ্ছে৷ সল্ট লেক সেক্টর-৫ থেকে সল্ট লেক স্টেডিয়াম অর্থাৎ প্রায় ৫ কিলোমিটার লম্বা এই মেট্রো লাইনের নিরাপত্তার বিষয়টিও সম্পূর্ণ হয়েছে৷ মনে করা হচ্ছে খুব শীঘ্রই এর অনুমতিও হয়তো পাওয়া যাবে৷ এরপরেই এই মেট্রো পরিষেবা পাবেন জনসাধারণ৷ প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এই কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট প্রোজেক্ট৷ এটি সল্ট লেক স্টেডিয়াম থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রসারিত৷

কলকাতা মেট্রো বর্তমানে ভারতীয় রেলের আওতায়৷ এবং রেল এই প্রোজেক্টে ৮৫৭২ কোটি টাকা ব্যয় করছে৷ ২০০৯ সাল থেকে কাজ চলছে এই প্রোজেক্টে৷ আপ এবং ডাউন লাইনে এখানে তৈরি করা হচ্ছে দুটি সুড়ঙ্গ যা প্রায় ১.৪ কিলোমিটার দীর্ঘ৷ এখানে হুগলী নদী প্রায় ৫২০ মিটার চওড়া এবং এর নীচ দিয়েই চলবে ইস্ট ওয়েস্ট মেট্রো৷ এই সুড়ঙ্গ তৈরি করতেপরামর্শ নেওয়া হয়ছিল রাশিয়া এবং থাইল্যান্ডের বিশেষজ্ঞেরও ৷ সুড়ঙ্গের
মধ্যে জলএর প্রবেশ রুখতে ব্যবহার করা হয়েছে উন্নতমানের প্রযুক্তিও৷ সুরক্ষা কবচ তৈরি করা হয়েছে তিন স্তরে৷ এই সুড়ঙ্গে প্রতি ঘন্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে ছুটবে মেট্রো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *