কানে গোজা হেডফোন হাতের কনুই জানালার বাইরে তলানিতে এসে পৌছালো যাত্রী সচেতনতা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দুর্ঘটনা ঘটছে অনবরত তবুও এতটুকু ও শিক্ষা নেবার কোনো ইচ্ছে টুকুও নেই বাস যাত্রীদের ।সমানে চলছে বাস যাত্রীদের বাসের বাইরে হাতের কনুই বার করে রাখার প্রবণতা । সাবধানতার কথা কানে না তোলার ফল গুণতে হচ্ছে সেই সাধারণ যাত্রীদেরকেই । চালক দোষ দেয় যাত্রীদের ঘাড়ে। অন্যদিকে যাত্রীরা আঙুল তুলেছে বাসের জানালা নির্মাণের ত্রুটির দিকেই ।বৃহস্পতিবার দুপুর দুটো। হাওড়া ময়দান থেকে ছেড়ে আসা ২৪ এ বাই ওয়ান রুটের বাসটি সবে মাত্র হাওড়া বাসস্ট্যান্ডে প্রবেশ করছে। তখনই ডান দিকে হাতের কনুই বিপজ্জনক ভাবে ঝুঁকিয়ে রেখে কানে হেডফোন দিয়ে দু চোখের পাতা এক করেছেন ওই বাসের ই এক নিত্য যাত্রী প্রদীপ মিশ্র। সেই মুহূর্তেই সিটি পুলিশের এক কর্মী বাইক চালিয়ে যাবার সময় বাস থামিয়ে যাত্রীকে সচেতন করে দেন। কিন্তু কতজনকে আর সচেতন করা সম্ভব এভাবে ! ওই বাসেরই চালক অশোক দাস জানান, ‘যাত্রীদের হাতের কনুই বের করে রাখবার ঘটনা প্রায় হামেশাই ঘটে। নিষেধ করে দেওয়া হয় আয়না দিয়ে দেখেও । আবার পরের টিপে দেখা যায় অন্য যাত্রী কনুই বের করে গান শুনছেন মোবাইলের হেডফোন কানে গুঁজে ’।

হাওড়া বাসস্ট্যান্ড থেকে দুরপাল্লার বাস রওনা দেয় একাধিক রুটে। হাওড়া-দিঘা রুটের চালকদের কথায়, যাত্রীদের নিয়ে বাস ছুটে চলে ৬নং জাতীয় সড়ক ধরে। দীর্ঘ সময় যাত্রায় অলসতার কারণে বহু যাত্রীই হাতের কনুই রাখতে চায় জানালায়। কিন্তু জানালার কাঁচ থাকায় এবং সিটের থেকে জানালা উঁচু হওয়ায় যাত্রীরা কনুই রাখার সুযোগও কম পায়। তবুও চলতি মাসে মেচেদা বাসস্ট্যান্ডে দুই বাসের ঘষা লেগে এক যাত্রীর চোট লাগে কনুইয়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *