গ্রেনেড হামলা,আইইডি বিস্ফোরণ রাজ্যের গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার আপ সরকার পাঞ্জাবের মসনদে বসেছেন দিল্লির পর। এমপন্কি আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন কেজরীবালের বিশেষ আস্থাভাজন ভগবন্ত সিং মান। আর রাজ্য পুলিশের গোয়েন্দা সদর দফতর বড়সড় হামলার মুখে পড়ল ক্ষমতায় আসার পরেই ।

রকেট প্রপেলড গ্রেনেড বা আরপিজি হামলা চালানো হয়েছে মোহালির সেক্টর ৭৭-এর গোয়েন্দা সদর দফতরকে নিশানা করে। পুলিশ সূত্রে খবর,২ সন্দেহভাজন ব্যক্তি সদর দফতরের ৮০ মিটার দূর থেকে আরপিজি নিক্ষেপ করেছিল গাড়ি করে এসে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে কড়া নিরাপত্তার চাদরে মোড়া গোয়েন্দা সদর দফতরের নিরাপত্তা নিয়ে । তবে সৌভাগ্যক্রমে কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, কারণ জানা গিয়েছে গোয়েন্দা দফতর নিশানা করে চালানো আরপিজি তৃতীয় তলে সজোরে আঘাত হানলেও তাতে কোনও বিস্ফোরণ হয়নি বলেই । গ্রেনেড ধাক্কায় কাচের দরজা ভেঙে চুরমার হয়ে গিয়েছে, কিন্তু হতাহতের কোনও খবর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *