পেগাসাস ইস্যুতে তৃণমূল সাংসদদের সংসদের সামনে ধরনা বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সংসদ ভবন ব্যাপক উত্তাল হল বাদল অধিবেশনের দ্বিতীয় দিন শুরুতেই। এমনকি সংসদের দুই কক্ষই মুলতুবি হয়ে যায় প্রবল বিক্ষোভের জেরেও। এরপর আবারও অধিবেশন শুরু হয় কিছুক্ষণ পর। লোকসভা একরকম উত্তাল পেগাসাস বিতর্কে। এরপর আবারও রাজ্যসভার অধিবেশন দুপুর ১ টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়। এদিকে লোকসভার অধিবেশন মুলতুবি হয় দুপুর ২ টো পর্যন্ত। এরপরই তৃণমূল সাংসদরা ধরনায় বসে সংসদ ভবনের সামনে। তৃণমূল সাংসদরা সরব হয়েছে এমনকি পেগাসাসের বিরুদ্ধেও।

পাশাপাশি তবে শুধুমাত্র পেগাসাস নয় ভ্যাকসিন সমস্যা, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি সহ অন্যান্য বিষয়েও তৃণমূল সংসদে সরব হবে বলে ধরনা স্থল থেকে জানান তৃণমূল সাংসদ সৌগত রায়। এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় আরও বলেন, ” আজ আমরা প্রতিবাদ করেছি মূলত পেগাসাস ইস্যুতে”। পেগাসাসের মাধ্যমে আড়ি পাতা হচ্ছে এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, প্রশান্ত কিশোরের থেকে শুরু করে সাংবাদিক সুপ্রিম কোর্টের বিচারক এমনকি বিজেপি নেতাদের উপরও। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি’ বলে জানান সৌগত রায়। তিনি আরও জানান ‘এছাড়াও সংসদে ভ্যাকসিন সমস্যা, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, কৃষকদের সমস্যা- এই সব বিষয়ে আলোচনা না হলে সংসদে কোনো অধিবেশন চলতে পারে না’ বলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *