ফের ডেঙ্গির প্রকোপ দেখা দিল উত্তর হাওড়ায়, আক্রান্ত হলো ৩০০- র কাছাকাছি
বেস্ট কলকাতা নিউজ : পুজোর মুখে ডেঙ্গির কবলে পড়লো উত্তর হাওড়ার একাধিক এলাকা ৷ ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে হাওড়া পৌরনিগম এলাকায় একাধিক ওয়ার্ডে ৷ বিশেষ করে, উত্তর হাওড়ার সালকিয়ার ১১, ১২ ও ১৫ নম্বর ওয়ার্ডেই ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি ৷ পৌরনিগম সূত্রে খবর, গত এক মাসে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ওই এলাকার বাসিন্দারা৷ তবে আক্রান্তরা বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ তবে এই মুহূর্তে কেবলমাত্র ২৫ জন চিকিৎসাধীন হাওড়া হাসপাতলেই ৷ এছাড়াও অনেকে চিকিৎসাধীন রয়েছেন পার্শ্ববর্তী বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমেও ৷ যদিও আক্রান্ত এলাকাবাসীদের অভিযোগ, পৌরনিগম ঠিকভাবে কাজ করছে না এলাকায় মশা নির্মূল করার ক্ষেত্রে ৷ তাই এলাকায় ক্রমশ ছড়াচ্ছে ডেঙ্গির প্রকোপ ৷ ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৩০০ -এর কাছাকাছি পৌঁছেছে ৷
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, হাওড়া শহরাঞ্চলে চলতি বছর মোট ২৮৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৷ যদিও এখনও পর্যন্ত কেউ মারা যাননি ডেঙ্গিতে ৷ অগস্টে মাঝামাঝি সময় থেকে ক্রমশ বেড়েছে ডেঙ্গির প্রকোপ ৷