বড়সড় দুর্ঘটনা অবতরণের সময়, পিছলে গেল বিমান, জখম পাইলট, অবশেষে যাত্রীদের রক্ষা বরাত জোরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির মধ্যে মুম্বাই বিমানবন্দরে অবতরণের সময় আট যাত্রী বহনকারী একটি প্রাইভেট জেট রানওয়ে থেকে ছিটকে যায়। এতে ওই উড়ানের দুই পাইলট গুরুতর জখম হয়েছেন। বরাতজোরে রক্ষা পেয়েছেন ৬ যাত্রী। ঘটনার পর, মুম্বাই বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয় এবং সমস্ত উড়ান গোয়া ও আমেদাবাদে ঘুরিয়ে দেওয়া হয়। অবিরাম বৃষ্টির কারণে রানওয়েতে দৃশ্যমানতা ৭০০ মিটারের থেকে কম ছিল।

ভাইজ্যাক থেকে মুম্বই বিমানবন্দরের ২৭ নম্বর রানওয়েতে অবতরণের সময় “VSR Ventures Learjet 45 এয়ারক্রাফ্ট VT-DBL অপারেটিং ফ্লাইটটির চাকা পিছলে যায়। বিমানটিতে ৬ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্য ছিলেন। প্রবল বৃষ্টির ফলে দৃশ্যমানতা ছিল 700 মিটারের কম।” বিবৃতি দিয়ে এমনটা জানিয়েছে ডিজিসিএ-র এক কর্তা।

এদিকে মুম্বই বিমানবন্দরের মুখপাত্র বলেছেন, “কোন হতাহতের খবর নেই। ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারসাইড টিম সাইটে ক্লিয়ারেন্সে সহায়তা করার জন্য রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *