বিজেপি ছাড়ছেন ৩ BJP MP শান্তনু লকেট সৌমিত্র, দিলীপ ঘোষ বাড়াচ্ছেন দূরত্ত্বও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অমিত শাহ বঙ্গ বিজেপির ভাঙ্গন আরো চওড়া করে দিলেন ভাঙন রোধে বাংলা সফরে এসে।একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়ের মতো রাজ্য বিজেপি নেতারা ।কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আগেই প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন বড় সিদ্ধান্ত নেবেন অমিতাভ চক্রবর্তীকে না সরালে।আবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ অপরিণত’ বলে আক্রমণ শানান রাজ্য নেতৃত্বকে।শাহের ‘আসল’ বৈঠকের পরে অবশ্য এ নিয়ে বিজেপি নেতাদের আর কোনও সন্দেহ নেই যে, সেসব বিষয় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।সুকান্তের পাশাপাশি মালবীয়তেই ভরসা রাখতে চান শাহ। আপাতত পর্যবেক্ষক রদবদলের কোনও সম্ভাবনা নেই।

বিজেপির অন্দরেই রয়েছে অমিতভাকে সরানোর দাবি । প্রকাশ্যেও এসেছে সে দাবি । আড়াল থেকে তাঁর নির্দেশেই বিজেপি চলছে বলে অভিযোগে কলকাতায় অমিতাভর বিরুদ্ধে কুৎসামূলক পোস্টারও দেখা গিয়েছে। কিন্তু বিজেপি সূত্রে খবর, অমিত অমিতাভর ভূমিকায় সিলমোহর দিয়েছেন।সম্প্রতি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের কোনও প্রবীণ কেন্দ্রীয় নেতাকে রাজ্যের ‘অভিভাবক’ হিসেবে চেয়েছিলেন । তিনি কারও নাম না-নিলেও মালবীয়কে যে তাঁর ‘অপছন্দ’, সে ইঙ্গিত দিলীপের বক্তব্যে ছিল। সুকান্তর ‘অভিজ্ঞতা কম’ বলেও মন্তব্য করেছিলেন দিলীপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *