বেআইনী নির্মানের সাথে কোন ধরনের আপোশ নয়, এমনটাই জানালেন শিলিগুড়ির মেয়র

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : বে আইনী নির্মানের সাথে কোন ধরনের আপোশ নয়। ঠিক এইভাবেই জানালেন মেয়র গৌতম দেব। তিনি জানালেন আমরা জনগনের প্রতিনিধি, তাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে এই সাধারন মানুষের কাছে এবং পাশে এসে দাড়ানো যাদের সারাদিন রাত রাস্তায় কাটাতে হয়। শিলিগুড়িতে আমরা বে আইনী নির্মান নিয়ে মালিকদের অনেকদিন আগের থেকেই সতর্ক করে আসছি, তারা যেন পদক্ষেপ নেন এই নির্মান ভেঙে দেন কিন্তুু তারা কোন পদক্ষেপই নিলেন না। সেই কারনেই আমাদের এগিয়ে আসতে হল। সে যেই হোক অবৈধভাবে নির্মান যদি শহরের এবং মানুষের সমস্যা সৃষ্টি করে তবে আমরা সেটা কোনভাবেই বরদাসত করব না। তিনি জানান এতদিন থেকে পুরসভা সতর্ক করছে কিন্তুু তাদের দিক থেকে কোন সাড়া না পাওয়ায় আমরা এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হলাম। শিলিগুড়িতে এখনো যারা যারা অবৈধ নির্মান নিয়ে কোন ধরনের মাথা ঘামাচ্ছেন না তাদের পুরসভার তরফ থেকে সতর্ক করে দেওয়া হল। নিজেরাই ব্যাবস্থা নিন না হলে পুরসভা ব্যাবস্থা নেবে। কারন অবৈধভাবে নির্মান করে শিলিগুড়িতে আর কেউ পার পাবেন না বলে জানালেন মেয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *