বেহালার শ্রী অরবিন্দ সোসাইটির নতুন ভবন উন্মুক্ত হল অনুগামীদের জন্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ২৯শে মার্চ, একটি বিশেষ দিন ঋষি অরবিন্দ এবং শ্রীমা-র অগণিত ভক্তদের কাছে। ১৯১৪ সালের এই দিনেই শ্রীমা প্রথমবারের জন্য পন্ডিচেরী তে এসেছিলেন এবং তাঁর দেখা হয় ঋষি অরবিন্দের সাথে। এই দিনটি বিশেষ ভাবে পালিত হয় ভারত সহ পৃথিবী জুড়ে শ্রী অরবিন্দ আশ্রমের সমস্ত শাখায় ।

শ্রী অরবিন্দ সোসাইটি, বেহালা শাখার উদ্যোগে গত ২৯ এ মার্চ বেহালার আশ্রম ভবনে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, নৃত্যগুরু-সমাজসেবী শ্রীমতী অলকানন্দা রায় এবং বেলুড় মঠের শ্রীযুক্ত রবি মহারাজ মহাশয়। এমনকি ভক্তদের কাছে বিশেষ অনুভূতিরও সৃষ্টি করেছিল মাতৃমন্দিরের ঘরোয়া পরিবেশে পণ্ডিতজীর উদাত্ত কণ্ঠের গান । শ্রীমতী রায় তাঁর ভাষণে তুলে ধরেন এমনকি ঈশ্বর সেবার সাথে সমাজসেবার মেলবন্ধনের কথা, এবং আলিপুর কারাগারে শ্রীঅরবিন্দের কাজের সাথে তাঁরই আধ্যাত্মিক উপস্থিতির প্রভাব।এদিকে রবি মহারাজ বলেন নিরলস ঈশ্বর সাধনার পথে, নির্লিপ্ত থাকার প্রয়োজনীয়তার কথাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *