ব্যাপক ঘুর্ণাবর্তের জের , হাওয়া অফিস পূর্বাভাস দিল ভারী বৃষ্টিপাতের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আগামী ২৪ ঘন্টায় আলিপুর হাওয়া অফিস পূর্বাভাস দিল ভারী বৃষ্টিপাতের । সপ্তাহের শুরু অর্থাৎ সোমবার সকাল থেকে আকাশ মেঘলা। বেশ কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে ঝিরিঝিরি। তবে পূর্বাভাস জানাচ্ছে , কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা কয়েক ঘন্টায় ভারী বৃষ্টিতে ভিজতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে মাঝারি।

এ দিকে রাজ্যজুড়ে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুও । এরই পাশাপাশি তৈরি হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখাও । যেটি কিনা বিস্তৃত রয়েছে বিকানের থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত । যে কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।অন্যদিকে, তৈরি হওয়া ঘুর্ণাবর্তটি ধীরে ধীরে ক্রমশ শক্তি হারাবে। আর তা একটি নিম্নচাপে পরিণত হবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন । আর সেই কারণে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর বৃষ্টিপাতের অবস্থা বজায় থাকবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *