লক্ষ্য কোরোনা ভাইরাস প্রতিরোধ , কন্ট্রোলরুম চালু করল কলকাতা পৌরনিগম

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার কলকাতা পৌরনিগম কন্ট্রোলরুম চালু করল কোরোনা ভাইরাস প্রতিরোধের জন্য ।মেয়র পারিষদ (জঞ্জাল) দেবব্রত মজুমদার কোনও এলাকায় জঞ্জাল দেখা মাত্রই পরামর্শ দিলেন ফোন করার।এমনকি তিনি জানিয়েছেন ফোন করার তিন ঘণ্টার মধ্যেই ময়লা পরিষ্কার হয়ে যাবে বলেও।দেবব্রত মজুমদার আরও জানিয়েছেন, নিয়মিত পৌর কর্মীরা রাস্তাঘাট সাফাইয়ের কাজ করে দিনে দু’বার। কিন্তু কোথাও যদি কোনো কারণে কোনও জায়গায় যদি দীর্ঘদিন ধরে আবর্জনা পড়ে আছে এবং নিয়মিতভাবে তা সাফাই করা হচ্ছে না সেই ক্ষেত্রে কলকাতা পৌরনিগমের কন্ট্রোলরুমে ফোন করে সরাসরি জানানোর তিন ঘন্টার মধ্যেই আবর্জনা সাফ হয়ে যাবে বলেও তিনি জানিয়েছেন।

কলকাতা পৌরনিগম একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ভাইরাস প্রতিরোধ করতে। এবার কোরোনা সংক্রান্ত কোন সমস্যা তৈরী হলে সরাসরি ফোন করে জানানো যাবে পৌর নিগমের কন্ট্রোলরুমে। কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুমের নম্বর 033 2861031/ 0332 86 1212/ 033 22863 1313 /033 22861 414। এই কন্ট্রোল রুম খোলা থাকবে ২৪ ঘন্টাই।কলকাতার নাগরিকদের সারাদিন কন্ট্রোলরুমে ফোন করে সমস্যার কথা জানানোর সুযোগ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *