২লক্ষ টাকা উধাও হল বিদ্যুতের বকেয়া বিলে ক্লিক করতেই , প্রতারিত হলেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার টলি অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় প্রতারণার ফাঁদে পড়লেন ভুয়ো লিঙ্কে ক্লিক করে। তিনি অভিযোগ দায়ের করেছেন লালবাজার থানায় । তার অভিযোগ তার ফোনে একটি মেসেজ আসে বিদ্যুতের বিল মেটানো নিয়ে। সেখানে ক্লিক করতেই ২ লক্ষ্য টাকা উধাও হয়ে যায় অ্যাকাউন্ট থেকে। অভিনেতা ব্যাঙ্কেও অভিযোগ দায়ের করেছেন লালবাজারের সাইবার সেলে অভিযোগ করার পাশাপাশি।

জানা গিয়েছে, গত ১৩ জুন শান্তিলাল মুখোপাধ্যায়ের ফোনে একটি এসএমএস আসে। সেখানে লেখা ছিল, রাতের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে ওইদিনই বিদ্যুতের বিল জমা না দিলে । তড়িঘড়ি তিনি সেই লিঙ্কটি খুলে দেখেন। বকেয়া টাকাও মিটিয়ে দেন অ্যাপের মাধ্যমে। আর তারপরেই তাঁর কাছে ফোন আসে একটি অচেনা নম্বর থেকে। সেখানে বলা হয়, পেমেন্ট আপডেট হয়নি। তার জন্য দিতে হবে ১১ টাকা। একটি লিঙ্কও পাঠানো হয় তাঁর ফোনে। অভিনেতার দাবি, ওই লিঙ্কে ক্লিক করার কিছুক্ষণ পরেই ব্যাঙ্ক থেকে ফোন করে তাঁকে জানানো হয়, যে আড়াই লক্ষ টাকা তোলা হয়েছে তাঁর অ্যাকাউন্ট থেকে ।বিষয়টি না বুঝতে পেরে তিনি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন। পরে জালিয়াতির শিকার হয়েছেন বুঝে, অভিযোগ জানান লালবাজার এবং তার ব্যাঙ্কে।

উল্লেখ্য, প্রতারকরা নতুন নতুন পথ নিয়েছে নাগরিকদের ফাঁদে ফেলতে । এমনকি এসএমএস করে মিথ্যেও বলা হচ্ছে আপনার বিদ্যুতের বিল দেওয়া থাকলেও। আপনার অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে একবার জালিয়াতদের জালে পা দিলেই। ঠিক যেমনটা ঘটছে প্রায়ই অনেকের সঙ্গেই । তাই ভেবে নিন ফোনে মেসেজ আশা সব লিঙ্কে ক্লিক করার আগে। ক্লিক করুন তারপরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *