২ শ্রমিক নিহত হল বিস্ফোরণের জেরে, ফরেন্সিক টিম এল শ্রীরামপুরের কারখানায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

হুগলির শ্রীরামপুরে ভয়াবহ বিস্ফোরণ হয় বৃহস্পতিবার। মৃত্যু হয় দু’জনের। এই ঘটনায় এবার ফরেন্সিক তদন্ত শুরু। শুক্রবারই সেই কারখানায় যায় ফরেন্সিক দল। ওই কারখানায় ছাট থেকে লোহা গলানোর কাজ চলে। অভিযোগ, সেখানে শেল থেকেও ছাট লোহা বের করা হয়। সেখানে এদিন যান তদন্তকারীরা। কারখানায় গ্যাস কাটিংয়ের সময় বিস্ফোরণ ঘটে। ২ জন শ্রমিকের মৃত্যু হয়, আহত হন চারজন। গুরুতর জখম দু’জনকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় এলাকার বেশ কয়েকটি বাড়িও। ইতিমধ্যেই শ্রীরামপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সঙ্গে ফরেন্সিক টিমও তদন্ত করছে। এদিন বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে কারখানায় যান ফরেন্সিক-সদস্যরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। কারখানার শ্রমিকদের অভিযোগ, অনেক ধরনের লোহার ছাট এখানে আসে। বড় লোহা হলে সেগুলিকে গ্যাস কাটার দিয়ে কাটা হয়। এখানে এমন জিনিসও আসে, যেখানে বারুদের থাকার সম্ভাবনা থাকে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ শ্রমিকরা কাজ করছিলেন। গ্যাস দিয়ে ছাট কাটার সময় হঠাৎই ভয়ঙ্কর শব্দে এলাকা কেঁপে ওঠে। সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। বীভৎসভাবে জখম হয় কয়েকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *