অবশেষে কৃষ্ণনগর জেলা হাসপাতালে বসছে চলেছে অক্সিজেন প্লান্ট

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে কৃষ্ণনগর জেলা হাসপাতালে প্লান্ট বসছে চলেছে করোনা পরিস্থিতিতে অক্সিজেনের বিপুল পরিমান ঘাটতি মেটাতে। এই প্লান্ট থেকে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন পাঠানো হবে প্রতিটি বেডে। জানা গিয়েছে, নদিয়া জেলায় অক্সিজেনের ঘাটতি রয়েছে করোনা পরিস্থিতিতে। এমনকী, অনেকে মারাও গিয়েছে পর্যাপ্ত অক্সিজেন না পেয়েও । শুধু জরুরি প্রয়োজনে বেসরকারি সংস্থা থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে রেখেছেন। এরজন্য সুপারের লিখিত অনুমতিও নিয়েছেন। এবার হাসপাতালেই অক্সিজেন প্লান্ট তৈরির সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

কার্যত গোটা দেশ বেসামাল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে। হাহাকার শুরু হয়ে গিয়েছে এমনকি বিভিন্ন রাজ্যেও। অভিযোগ উঠেছে অক্সিজেনের অভাবে প্রাণ যাচ্ছে বলেও।রাজ্য সরকার ইতিমধ্যেই দাবি করেছে, অক্সিজেনের অভাব নেই বাংলায় । তা সত্ত্বেও রাজ্য সরকার জানিয়েছে, নতুন করে অক্সিজেন প্ল্যান্ট তৈরির পরিকল্পনা করা হয়েছে ভবিষ্যতের কথা ভেবেই। নবান্ন আরও জানিয়েছে, করোনা অতিমারীর মতো জরুরি পরিস্থিতি সামাল দিতে ৫৫টি অক্সিজেন প্লান্ট স্থাপন করা হবে রাজ্য সরকারের উদ্যোগেও। এই পরিস্থিতিতে বাংলা কেন্দ্রকে চিঠি দিয়েছে আরও ৯৩টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে চেয়ে। জানা গিয়েছে, কেন্দ্র ৬টি প্ল্যান্টের অনুমোদন দিয়েছে।

উল্লেখ্য, রাজ্যে অক্সিজেনের ঘাটতি মেটাতে ইতিমধ্যেই কলকাতার অক্সিজেনের ট্যাঙ্ক বসানো হয়েছে বেলেঘাটা আইডিতে । ১৩ হাজার লিটারের এই ট্যাঙ্ক থেকে বেডে অক্সিজেন পাঠানো হচ্ছে পাইপলাইনের মাধ্যমে। আর সেই লিকুইড অক্সিজেন প্ল্যান্টে বরফ বিভ্রাট অব্যাহত। প্ল্যান্টের গায়ে বরফ জমে যাচ্ছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে বরফ জমা ঠেকাতে সর্বক্ষণ দমকলের গাড়ি রাখতে হচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *