কলকাতা বিশ্ববিদ্যালয় করোনা টিকা দিতে চলেছে পড়ুয়া ও শিক্ষকদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ অতিমারীর দাপটে।লেখাপড়া একরকম চলছে অনলাইনেই। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি নতুন করে অনিশ্চয়তার ফাঁদে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ে। কবে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা পড়ুয়াদের জন্য ফের খুলবে, তা বলা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। তবে কলকাতা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য এক প্রশংসনীয় উদ্যোগ নিল এই মারণ ভাইরাসের দাপট রুখতে। শুক্রবার কর্তৃপক্ষের তরফে জানানো হয়, দ্রুত শুরু হবে পড়ুয়া, গবেষক-সহ ৪৫ বছরের নিচে সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী এবং আধিকারিকদের ভ্যাকসিন দেওয়ার কাজ।

কলকাতাই প্রথম পড়ুয়াদের ভ্যাকসিনের আওতায় আনল সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এখবর নিশ্চিত করে জানান, যত দ্রুত সম্ভব, পড়ুয়া, গবেষক থেকে ৪৫ বছরের কমবয়সি শিক্ষক, শিক্ষাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, এর আগে বন্দোবস্ত করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে ৪৫-এর ঊর্ধ্বে শিক্ষক, শিক্ষাকর্মীদের টিকাকরণের। সফলভাবেই পূরণ করা গিয়েছে সেই লক্ষ্যপূরণ। এবার পড়ুয়াদের করোনা সংক্রমণ থেকে রক্ষাই মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *